রাণা দাস, পূর্ব বর্ধমান: কিছুতেই অঘটন থামছে না। একের পর এক খারাপ খবর আসছে। কুম্ভমেলায় পদপৃষ্ঠে মৃত্যুর সংখ্যা ৩০ পেরিয়েছে। এহেন সময়েই প্রচুর মানুষ আহত। চিকিৎসাধীন। তারই মধ্যে এল আরও একটি খারাপ খবর। কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ কাটোয়ার এক বৃদ্ধা।
জানা গিয়েছে, কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ হওয়া ওই বৃদ্ধার নাম ভারতী বালা ঘোষ বয়স ৭০, বাড়ি কাটোয়ার মনসা পাড়ায়। গতকাল বিকালের পর থেকেই তিনি নিখোঁজ রয়েছে বলে জানাচ্ছে তাঁর পরিবার। খবর পাওয়া মাত্রই উদ্বিগ্ন পরিবারের সকলে। নিখোঁজ বৃদ্ধার খোঁজে কাটোয়া থানায় দ্বারস্থ তাঁর পরিবার। নিখোঁজ ডায়েরি করা হচ্ছে।
পরিবারের তরফে জানা গিয়েছে, কাটোয়া থেকে কুম্ভ মেলার জন্য একটি দল রওনা দেয় গত সোমবার। গত বুধবার দুপুর নাগাদ ভারতী বালা ঘোষ তিনি স্নানের উদ্দেশ্যে যাওয়ার পর থেকেই তার আর কোনও খোঁজ মিলছে না। তার কাছে কোনও মোবাইল ফোন না থাকায় তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না পরিবার। সঙ্গে থাকা দলের অন্য সদস্যরাও খুঁজে পাচ্ছে না ভারতী বালা ঘোষকে। তাকে খুঁজতে পরিবারের কয়েকজন কুম্ভর উদ্দেশ্যে রওনা হয়েছেন আজ সকালে।
আরও পড়ুন, RG Kar-এর দুর্নীতি মামলায় চার্জ গঠন নিয়ে CBI-কে ধমক, শোকজ করল আদালত
আরও দেখুন
+ There are no comments
Add yours