<p>যোগীরাজ্যে মহাকুম্ভে মৃত্যুমিছিল। মৌনী অমাবস্যায় স্নানের জন্য হুড়োহুড়ি। ব্যারিকেড ভেঙে পদপিষ্ট হয়ে অন্তত ৩০জনের মৃত্যু, আহত শতাধিক! </p>
<p>প্রয়াগরাজে মহাবিপর্যয়। যোগী সরকারের বিরুদ্ধে মৃতের সংখ্যা চাপার চেষ্টার অভিযোগ। হতাহতদের তালিকায় বাংলার বাসিন্দারও। </p>
<p>ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে অসহায় পুণ্যার্থীদের মৃত্যু। তালিকায় বাংলার দর্শনার্থীরাও। ২৪ ঘণ্টা পরে কাল যেতে পারেন যোগী, ডিজিপি, মুখ্যসচিবের।<br /><br /></p>
<p>এক বছর ধরে প্রস্তুতি, তাও কীভাবে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে পুণ্যাথীদের মৃত্যু? প্রশাসনিক ব্যর্থতা নিয়ে প্রশ্নের মুখে বিভাগীয় তদন্তের নির্দেশ যোগী আদিত্যনাথের।</p>
<p>মহাকুম্ভে মহাবিপর্যয়। যোগীকে ৪বার ফোন মোদির। গঙ্গাসাগর মেলার সাফল্যের প্রসঙ্গ তুলে আক্রমণে মমতা। প্রকাশ্যে ভণ্ডামি, পাল্টা শুভেন্দু। </p>
<p>দিল্লি ভোটের আগে মহাকুম্ভে মৃত্যুমিছিল। পুণ্যার্থীদের চেয়ে VIP-দের ওপর বেশি নজর দেওয়াতেই দুর্ঘটনা, একসুরে বিজেপিকে আক্রমণ রাহুল-অখিলেশের।<br /><br /></p>
<p>নতুন করে আর্জি জানালেই ভাল। আর জি কর-কাণ্ডে চিকিৎসকের মা-বাবাকে দেশের প্রধান বিচারপতির পরামর্শ। সুপ্রিম কোর্টে মামলার ভবিষ্যত জানাতে সময়। </p>
<p>সন্তানহারা পরিবারকে একের পর এক তৃণমূল নেতার আক্রমণ। পাল্টা আক্রমণের মুখেও সমালোচনায় অন়ড় তাপস-পত্নী। <br /><br /></p>
<p>হেনস্থা ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সামনে চিকিৎসক সংগঠনের বিক্ষোভ। এভাবে আন্দোনকারীদের কণ্ঠরোধ করা যাবে না, হুঙ্কার আসফাকুল্লারর। <br /><br /></p>
<p>MR বাঙুরে দুষকৃতী তাণ্ডব। ফের সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে নিগ্রহের অভিযোগ। গ্রেফতার ২।</p>
<p>সন্দেশখালিতে গণধর্ষণের অভিযোগ। কলকাতা পুলিশের এসিপির নেতৃত্বে সিট গঠনের নির্দেশ হাইকোর্টের। রিপোর্ট দিতে হবে প্রতি এক মাসে। সম্মতি রাজ্যের। <br /><br /></p>
<p>দিল্লিতে ভোটের প্রচারের ফাঁকে অমিত শাহের কাছে শুভেন্দু অধিকারী। বাংলাদেশ থেকে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা।</p>
<p>সংঘাতকে দূরে সরিয়ে আরও কাছে রাজ্য-রাজ্যপাল? ১২ ফেব্রুয়ারি বাংলার বাজেট। ১০ ফেব্রুয়ারি বোসের ভাষণ দিয়েই শুরু হচ্ছে অধিবেশন। যাচ্ছে আমন্ত্রণ। <br /><br /></p>
<p>পুণের জিবি সিনড্রোমের আতঙ্ক বাংলাতেও। একদিনে এক কিশোর-সহ ২জনের মৃত্যু। নড়চড়ে বসল রাজ্য। মোকাবিলায় কী পরিকাঠামো? স্বাস্থ্য ভবনে জরুরি বৈঠক।<br /><br /></p>
<p>মালদার পর এবার নদিয়ার চাপড়া। জমি বিবাদেও চলল গুলি! ২ পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু। <br /><br /></p>
<p>অস্ত্র উঁচিয়ে হুমকি, বাড়িওয়ালাকে মারধরের অভিযোগ। D বাপি-তে গুলি চলার পর এবার বিরিয়ানি চেনেরই মালিক, তৃণমূল নেতা গ্রেফতার। অস্ত্র আইনে মামলা। <br /><br /></p>
<p>মানিকচকের পর এবার বারুইপুর, প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠানে গুলি ছুড়ে বিজেপির পতাকা উত্তোলন! বিতর্কের মুখে এয়ারগানের সাফাই। <br /><br /></p>
<p>জেলায় জেলায় ট্যাব কেলেঙ্কারি, জালে মাস্টারমাইন্ড। চোপড়া থেকে গ্রেফতার প্রধান শিক্ষক। দুর্নীতি ফাঁস হতেই নেপালে গা ঢাকা। ফিরতেই পাকড়াও।<br /><br /></p>
<p>কোচবিহারে ভারত-বাংলাদেশ সীমান্তে ফের BGB-র উস্কানি। মেখলিগঞ্জে কাঁটাতার দিতে বিএসএফ-গ্রামবাসীদের বাধা!</p>
<p>মালদায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের জাল OBC সার্টিফিকেট! হাইকোর্টের নির্দেশে তদন্তে এসডিও, জালিয়াতি প্রমাণিত। অন্যকে বাবাকে বলেও সাজানোর অভিযোগ। <br /><br /></p>
<p>কলকাতায় জুড়ে একের পর এক হেলে পড়া বহুতল। সমস্যা সমাধানে হরিয়ানার সংস্থার সঙ্গে পুরসভার কথা। কাল ভাঙা হবে ট্যাংরার নির্মীয়মাণ অবৈধ বহুতল। <br /><br /></p>
<p>পার্ক স্ট্রিট থানার কাছে প্রযোজনা সংস্থার অফিসে লুঠ। এক কর্মীর গলায় অস্ত্র ঠেকিয়ে, আরেকজনকে মেরে টাকার ব্যাগ নিয়ে পালানোর অভিযোগ। ২জন গ্রেফতার। </p>
Source link
যোগীরাজ্যে মহাকুম্ভে মৃত্যুমিছিল, হতাহতের তালিকায় অসংখ্য বাংলার বাসিন্দাও

+ There are no comments
Add yours