<p><strong>কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা:</strong> বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যেই বিয়ের আসর। বিভাগীয় প্রধানকে সিঁদুর পড়ালেন প্রথম বর্ষের ছাত্র। ছবি ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। বিতর্কের মুখে সেই পাত্রী প্রধানকে ছুটিতে পাঠিয়েছে কর্তৃপক্ষ। প্রোজেক্টের অংশ হিসেবে বিয়ের আসর, এমনই দাবি করেছেন ওই অধ্যাপিকা। আর এবার এবিপি আনন্দে মুখ খুললেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। আইনি সাহায্য নিয়েছি, জানালেন অধ্যাপিকা। </p>
<p>বিভাগীয় প্রধানকে প্রথম বর্ষের ছাত্রের সিঁদুর পরানো ঘিরে শোরগোল। হয়েছে মালাবদল, সাতপাকে ঘোরা থেকে শুরু করে শুভদৃষ্টিও। নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির ছবি, ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। সামনে এসেছে বিশ্ববিদ্যালয়ের প্যাডের ছবি। যেখানে একে অপরকে স্বামী স্ত্রী হিসেবে গ্রহণের অঙ্গীকার করেছেন বিভাগীয় প্রধান ও প্রথম বর্ষের ছাত্র। সাক্ষী হিসেবে তিনজনের সইও রয়েছে তাতে। এই ভাইরাল ভিডিও সামনে আসতেই বিতর্কের ঝড় উঠেছে।সূত্রের খবর, বিতর্কের মুখে ওই অধ্যাপিকা জানিয়েছেন ক্লাসরুমে বিয়ের ঘটনা আদৌ সত্যি নয়। পুরোটাই একটি প্রজেক্টের অংশ। ক্লাসরুমে অধ্যাপিকা ও ছাত্রের মালাবদলের ছবি-ভিডিও সামনে আসতেই পদক্ষেপ নিয়েছে ম্যাকাউট কর্তৃপক্ষ। আপাতত ছুটিতে পাঠানো হয়েছে ওই অধ্যাপিকাকে। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।</p>
<p>আর এবার এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড সাইকোলজির অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। তিনি জানান ফ্রেশার্স অনুষ্ঠানের একটি অংশে বিয়ের বিষয়টি ছিল। তিনি বলেন, "নাচ গান নাটক হয়। কিন্তু একটা নির্দিষ্ট অংশ ভাইরাল হয়েছে। কোনও ড্রামার একটা ক্লিপিং এভাবে ভাইরাল হতে পারে এটা আমার চিন্তার বাইরে। </p>
<p><strong>আরও পড়ুন: <a title="Alipurduar Railway Employee Retirement: পুষ্প বৃষ্টিতে শুভেচ্ছা, মালা পরিয়ে বরণ; বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে আবেগপ্রবণ রেল কর্মী" href="https://bengali.abplive.com/district/alipurduar-news-railway-employee-retirement-railway-workers-at-farewell-reception-1117773" target="_self">Alipurduar Railway Employee Retirement: পুষ্প বৃষ্টিতে শুভেচ্ছা, মালা পরিয়ে বরণ; বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে আবেগপ্রবণ রেল কর্মী</a></strong></p>
Source link
ম্যাকাউটে ক্লাসরুমে বিয়ে, এবিপি আনন্দে মুখ খুললেন অধ্যাপিকা

+ There are no comments
Add yours