জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চাকরি চাই! একটা চাকরি! আর সেই চাকরির ইন্টারভিউয়ের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন কয়েক হাজার চাকরিপ্রার্থী। যারা প্রত্যেকেই শিক্ষাগত যোগ্যতায় ইঞ্জিনিয়ার। জুনিয়র ডেভেলপার পদে শূন্যপদ মাত্র ১০০টি। আর তারজন্য ইন্টারভিউ দিতে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন ৩০০০ হাজার ইঞ্জিনিয়ার!
ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিয়ো। ছবিটা একটি আইটি কোম্পানির অফিসের বাইরে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণের মাগরপাত্তাতে। এই এক ছবি থেকেই স্পষ্ট ভারতে বর্তমানে চাকরি বা কর্মসংস্থানের প্রকৃত অবস্থাটা ঠিক কী। যেখানে ১০০ জুনিয়র ডেভেলপার পদের শূন্যস্থানের জন্য লড়তে বায়োডেটা হাতে দাঁড়িয়ে থাকে ৩০০০ ইঞ্জিনিয়ার। একটা আশা, যদি ভাগ্যের শিকেটা এবার ছেঁড়ে! দেখুন সেই ভাইরাল ভিডিয়ো-
How bad is the job market!
3000 people lined up outside an IT company in Hinjewadi, Pune for a walk-in drive to hire a junior developer. pic.twitter.com/A3MzHYj41r
— Ravi Handa (@ravihanda) January 25, 2024
প্রসঙ্গত, বর্তমানে আইটি সেক্টর সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক হাতে কর্মী ছাঁটাই চলছে। একটি চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে জব মার্কেট। বেশ কয়েকদিন আগে এয়ার ইন্ডিয়ার অফিসের বাইরেও ধরা পড়ে এরকমই একটি ছবি।
আরও পড়ুন, Mystery Virus: সংক্রমণ ছড়াচ্ছে ‘রহস্য ভাইরাস’! গিয়ান বারের আতঙ্কের মধ্যেই কি ভারতের জন্য নয়া উদ্বেগ?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours