NOW READING:
নিউটাউনে ফের পথ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা স্কুটার চালকের
January 27, 2025

নিউটাউনে ফের পথ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা স্কুটার চালকের

নিউটাউনে ফের পথ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা স্কুটার চালকের
Listen to this article



<p><strong>কলকাতা :</strong> শহরের রাস্তায় ফের বেপরোয়া গতির বলি এক মৃত্য। আবারও পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে নিউটাউনে। জানা গিয়েছে, বিশ্ব বাংলা গেট থেকে চিনার পার্কের দিকে যাচ্ছিল একটি ইলেকট্রিক স্কুটার। ওই স্কুটার চালাচ্ছিলেন এক মহিলা। ইকোপার্ক দু’নম্বর গেটের কাছে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন ইলেকট্রিক স্কুটারটি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইকোপার্ক থানার পুলিশ। ঘটনাস্থল থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় মহিলা স্কুটার চালককে। এরপর আহত ওই মহিলাকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রের খবর নিহত মহিলা কলকাতার পাটুলির বাসিন্দা। তাঁর পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ওই মহিলা ইলেকট্রিক স্কুটার নিয়ে সটান ডিভাইডারে ধাক্কা মেরেছিলেন, নাকি এই দুর্ঘটনার পিছনে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ইকোপার্ক থানার পুলিশ।&nbsp;</p>
<p><strong>কয়েকদিন আগেই রাতের অন্ধকারে নিউটাউনের রাস্তায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল একজনের&nbsp;</strong></p>
<p>ট্রাকের ধাক্কায় প্রাণ গিয়েছে এক স্কুটি চালকের। বুধবার রাতে নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ে বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা ঘটিয়েছে একটি ট্রাক। দ্রুত গতিতে থাকা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুটিতে ধাক্কা মারে। ছিটকে গাড়ির নীচেই পড়ে যান স্কুটি চালক। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জানা গিয়েছে, মৃতের নাম পার্থ দে। তাঁর বাড়ি ট্যাংরা এলাকায়। গুরুতর আহত অবস্থায় স্কুটি চালককে পুলিশ বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের চালককে গ্রেফতার করেছে ইকোপার্ক থানার পুলিশ। বুধবার রাতে সাড়ে ১০টা নাগাদ নিউটাউনের আকাঙ্খা মোড়ে এই দুর্ঘটনা ঘটেছে।&nbsp;রাতের শহরে বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা এবং প্রাণহানির ঘটনা কলকাতায় নতুন নয়। রাস্তায় স্পিডোমিটার বসিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। তাহলে কি বেপরোয়া গতি রোধ করতে ব্যর্থ ট্রাফিক পুলিশ? কোনওভাবেই সম্ভব হচ্ছে না গতির নিয়ন্ত্রণ, উঠছে প্রশ্ন?&nbsp;</p>
<p><strong>চিকিৎসকের গাড়ির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু, শহরে ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য&nbsp;</strong></p>
<p>এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বিটি রোডে। শ্যামবাজার থেকে সিঁথির দিকে যাওয়ার রাস্তায় গলি থেকে বেরিয়ে আসা এক ভ্যান চালককে ধাক্কা মারে বেপরোয়া গাড়িটি। স্থানীয়দের অভিযোগ, ভ্যানে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করেছিলেন গাড়ির চালক। পালানোর সময় রাস্তায় দাঁড় করানো আরেকটি গাড়িকে ধাক্কা মারেন। এরপর গাড়ি ফেলে পালিয়ে যান চিকিৎসক। পরে তাঁকে গ্রেফতার করে কাশীপুর থানার পুলিশ। জানা গিয়েছে, সিঁথির মোড়ের কাছে মার বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।&nbsp;</p>



Source link