NOW READING:
দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ৩২ টি ট্যাবলো, রাজ্যের তরফে ফের লক্ষ্মীর ভাণ্ডার !
January 26, 2025

দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ৩২ টি ট্যাবলো, রাজ্যের তরফে ফের লক্ষ্মীর ভাণ্ডার !

দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ৩২ টি ট্যাবলো, রাজ্যের তরফে ফের লক্ষ্মীর ভাণ্ডার !
Listen to this article


দেশজুড়ে পালিত হচ্ছে ৭৬তম প্রজাতন্ত্র দিবস। ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন করলেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কর্তব্যপথে মোট ৩১টি ট্যাবলো।

দেশজুড়ে পালিত হচ্ছে ৭৬তম প্রজাতন্ত্র দিবস। ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কর্তব্যপথে মোট ৩১টি ট্যাবলো।

প্রজাতন্ত্র দিবসে ট্যাবলো নিয়ে সংঘাতে বিজেপি ও তৃণমূল। এই ইস্যুতে শাসকদলকে তোপ দেগেছেন বিজেপি নেতা সুকান্ত হালদার।

প্রজাতন্ত্র দিবসে ট্যাবলো নিয়ে সংঘাতে বিজেপি ও তৃণমূল। এই ইস্যুতে শাসকদলকে তোপ দেগেছেন বিজেপি নেতা সুকান্ত হালদার।

এবার সুকান্ত বলেন,  ২০২১-এও দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাজ্য সরকারের ট্যাবলোয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ২০২৫-এও তাই।

এবার সুকান্ত বলেন, ২০২১-এও দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাজ্য সরকারের ট্যাবলোয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ২০২৫-এও তাই।

সেই সঙ্গে সুকান্ত মজুমদার লিখেছেন, রাজ্যে শিল্পায়নের অভাব, আইন-শৃঙ্খলা রসাতলে গেছে। জাতীয় মঞ্চে এই পাইয়ে দেওয়ার রাজনীতি ছাড়া আরও কিছু তো প্রত্যাশা করা যেতে পারে।

সেই সঙ্গে সুকান্ত মজুমদার লিখেছেন, রাজ্যে শিল্পায়নের অভাব, আইন-শৃঙ্খলা রসাতলে গেছে। জাতীয় মঞ্চে এই পাইয়ে দেওয়ার রাজনীতি ছাড়া আরও কিছু তো প্রত্যাশা করা যেতে পারে।

যদিও নিশানার পর চুপ বসে নেই শাসকদল। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। 

যদিও নিশানার পর চুপ বসে নেই শাসকদল। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। 

২১ বার তোপধ্বনির মধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করলেন। আকাশপথে পুষ্পবৃষ্টি করল বায়ুসেনার MI-17 কপ্টার।

২১ বার তোপধ্বনির মধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করলেন। আকাশপথে পুষ্পবৃষ্টি করল বায়ুসেনার MI-17 কপ্টার।

এ বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো। ২০২৫ সালের প্রজাতন্ত্র দিবসের থিম হল ‘স্বর্ণিম ভারত, ঐতিহ্য ও উন্নয়ন’।

এ বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো। ২০২৫ সালের প্রজাতন্ত্র দিবসের থিম হল ‘স্বর্ণিম ভারত, ঐতিহ্য ও উন্নয়ন’।

এবারের প্রজাতন্ত্র দিবসে সামরিক শক্তি প্রদর্শন করবে ‘ব্রহ্মোস‘, ‘পিনাক‘ মিসাইল।

এবারের প্রজাতন্ত্র দিবসে সামরিক শক্তি প্রদর্শন করবে ‘ব্রহ্মোস‘, ‘পিনাক‘ মিসাইল।

DRDO-র তৈরি ‘ভূমি থেকে ভূমি’ ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’ এই প্রথমবার কুচকাওয়াজে প্রদর্শিন। আমন্ত্রিত অতিথির সংখ্যা প্রায় ১০ হাজার।

DRDO-র তৈরি ‘ভূমি থেকে ভূমি’ ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’ এই প্রথমবার কুচকাওয়াজে প্রদর্শিন। আমন্ত্রিত অতিথির সংখ্যা প্রায় ১০ হাজার।

তৃতীয়বারের মত সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, এবার রাজ্যের লক্ষ্য 'শিল্প।' যদিও বিধানসভা ভোটের পর, লোকসভা ভোটে এক অন্য সমীকরণই ধরা পড়ে। লোকসভা ভোটের প্রচারে এসে বিরোধী দলের শীর্ষ নের্তৃত্বের মুখে শোনা যায়,  লক্ষ্মীর ভাণ্ডারের কথা।

তৃতীয়বারের মত সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, এবার রাজ্যের লক্ষ্য ‘শিল্প।’ যদিও বিধানসভা ভোটের পর, লোকসভা ভোটে এক অন্য সমীকরণই ধরা পড়ে। লোকসভা ভোটের প্রচারে এসে বিরোধী দলের শীর্ষ নের্তৃত্বের মুখে শোনা যায়,  লক্ষ্মীর ভাণ্ডারের কথা।

ভোট বিশ্লেষণের আলোয় এসে পড়ে 'লক্ষ্মীর ভাণ্ডার।' এখানেই শেষ নয়, মহারাষ্ট্রে বিরোধী জোটে ইস্তেহারে মহিলাদের ৩ হাজার টাকা ভাতা ঘোষণা করা হয়েছে। নাম দেওয়া হয়েছে মহালক্ষ্মী যোজনা।'

ভোট বিশ্লেষণের আলোয় এসে পড়ে ‘লক্ষ্মীর ভাণ্ডার।’ এখানেই শেষ নয়, মহারাষ্ট্রে বিরোধী জোটে ইস্তেহারে মহিলাদের ৩ হাজার টাকা ভাতা ঘোষণা করা হয়েছে। নাম দেওয়া হয়েছে মহালক্ষ্মী যোজনা।’

Published at : 26 Jan 2025 01:53 PM (IST)

আরও জানুন জেলার

আরও দেখুন



Source link