<p><strong>পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া:</strong> বাঘের পায়ের ছাপ এবার সারেঙ্গা ব্লকের পড়্যাশোল এলাকায়, বাঘ কী তবে সারেঙ্গা বা লালগড়মুখী উত্তর খুঁজছে বন দফতর ? গত পরশু বাঘের পায়ের ছাপ মিলেছিল বাঁকুড়ার বারিকুলের বাগডুবি ও লাগোয়া ঝাড়গ্রাম জেলার কাঁকড়াঝোড় জঙ্গলে।</p>
<p>এবার নতুন জায়গায় মিলল বাঘের পায়ের ছাপ। আজ সকালে বাঁকুড়ার পি মোড় রেঞ্জের পড়্যাশোল এলাকায় জঙ্গলের রাস্তায় বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। আর এতেই নতুন করে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে কাঁকড়াঝোড় ও বারিকুলের বাগডুবির জঙ্গলের পর পড়্যাশোল এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা যাওয়ায় বন দফতরের একাংশ মনে করছে বাঘ এবার সারেঙ্গা বা লালগড়ের উদ্যেশ্যে এগিয়ে যাচ্ছে। </p>
<p>বছর পাঁচেক আগে লালগড় এলাকায় ঢুকে পড়া এক বাঘের মর্মান্তিক মৃত্যু হয়েছিল স্থানীয়দের হাতে। এবার কী সেই লালগড়ের দিকেই এগিয়ে চলেছে বাঘ? শুক্রবার কাঁকড়াঝোড় ও বারিকুলের বাগডুবি জঙ্গলের পর শনিবার সকালে পি মোড় রেঞ্জের পড়্যাশোল এলাকায় বাঘের পায়ের ছাপ মেলায় সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিতে পারছে না বন দফতর।</p>
<p>বন দফতরের একাংশের মতে যে এলাকায় বাঘের পায়ের ছাপ মিলেছে। সেই এলাকা থেকে জঙ্গলপথে অনায়াসেই পৌঁছে যাওয়া যায় লালগড়ে। স্বাভাবিকভাবেই স্থানীয় জঙ্গলগুলিতে নজরদারি বৃদ্ধি করেছে বনদফতর। এদিকে আজ সকালে পড়্যাশোল থেকে সারেশকোল যাওয়ার কাঁচা মোরামের রাস্তার উপর একাধিক থাবার ছাপ দেখার খবর পেতেই ওই গ্রাম লাগোয়া জঙ্গলের রাস্তায় ছুটে যায় বন দফতরের কর্মীরা।</p>
<p>বাঘের পায়ের ছাপের নমুনা সংগ্রহ করেন তাঁরা। বাঘ ঢুকে পড়েছে পড়্যাশোল জঙ্গলে এমন খবর দ্রুত ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আর তার জেরে পড়্যাশোলের জঙ্গল লাগোয়া স্থানীয় সারেঙ্গা ব্লকের পড়্যাশোল, হ্রদ, বেনাচাপড়া, সারেশকোল, বড়দি, কালাপাথর, দলমভেজা ও পি মোড় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। </p>
<p>আরও পড়ুন,<a title=" প্যাডেলে পা দিয়েই ঘুরেছেন কামাখ্যা, এবার স্ত্রীকে ভ্যানে চাপিয়ে কুম্ভের পথে কৃষ্ণনগরের বাঁকাচাঁদ" href="https://bengali.abplive.com/district/mahakumbh-2025-nadia-krishnanagar-resident-left-for-kumbh-with-his-wife-in-his-own-rickshaw-1117230" target="_self"> প্যাডেলে পা দিয়েই ঘুরেছেন কামাখ্যা, এবার স্ত্রীকে ভ্যানে চাপিয়ে কুম্ভের পথে কৃষ্ণনগরের বাঁকাচাঁদ</a> </p>
Source link
ফের মিলেছে পায়ের ছাপ ! কোন এলাকার দিকে এগিয়ে চলেছে বাঘ ?

+ There are no comments
Add yours