NOW READING:
ঝুঁকি নিতে প্রস্তুত নয় ভারত, প্রজাতন্ত্র দিবসে নাকাচেকিং BSF-র, সীমান্তে লাইন বাংলাদেশি ট্রাকের
January 26, 2025

ঝুঁকি নিতে প্রস্তুত নয় ভারত, প্রজাতন্ত্র দিবসে নাকাচেকিং BSF-র, সীমান্তে লাইন বাংলাদেশি ট্রাকের

ঝুঁকি নিতে প্রস্তুত নয় ভারত, প্রজাতন্ত্র দিবসে নাকাচেকিং BSF-র, সীমান্তে লাইন বাংলাদেশি ট্রাকের
Listen to this article


সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বাংলাদেশে হিন্দু বিদ্বেষ অব্যহত। এদিকে বাংলার বুকে অনুপ্রবেশকারীর সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। একের পর এক বাংলাদেশি নাগরিক ধরা পড়ছে সীমান্তরক্ষী বাহিনীর হাতে। কিছুদিন আগে রাজ্য-সহ সারাদেশে জঙ্গিদের কার্যকলাপেও চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। গ্রেফতারির পর প্রকাশ্যে এসেছে বিতর্কিত খবর। বলাইবাহুল্য এরপর আর ঝুঁকি নিতে প্রস্তুত নয় ভারত। আজ প্রজাতন্ত্র দিবসের সকাল থেকে আন্তর্জাতিক বর্ডার ঘোজাডাঙ্গা সহ প্রতিটা চেক পয়েন্টে চলছে বিএসএফ -এর নাকা চেকিং।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই ঘোজাডাঙ্গা স্থলবন্দরে আমদানি ও রফতানির ব্যবসা বন্ধ রাখা হয়েছে। পথ চলতি প্রত্যেক মানুষের চেকিং চলছে। কড়া নিরাপত্তা ঘোজাডাঙ্গা সীমান্তে। বর্ডার এক প্রকার সিল করে রাখা হয়েছে। সাম্প্রতি বাংলাদেশের অস্থির পরিস্থিতির কোনও প্রভাব আমাদের দেশে না পড়ে, তার জন্য সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। আমদানি রফতানি বন্ধের কারণে দাঁড়িয়ে পড়েছে প্রচুর বাংলাদেশি ট্রাক।

আরও পড়ুন, আকাশপথে পুষ্পবৃষ্টি বায়ুসেনার MI-17 কপ্টারের, দেশজুড়ে পালিত হচ্ছে ৭৬তম প্রজাতন্ত্র দিবস

আরও দেখুন



Source link