বেঙ্গালুরুতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণ করে খুন! বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তীব্র প্রতিবাদ…

Estimated read time 1 min read
Listen to this article


সেলিম রেজা, ঢাকা: বেঙ্গালুরুতে বাংলাদেশি মহিলাকে ধর্ষণের পর খুন। তারই প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশে ভারতীয় হাইকমিশনারকে অবিলম্বে তলব করে এ হত্যাকাণ্ডের কারণ ও সুষ্ঠু বিচারের জন্য জবাবদিহি চাওয়ার আহ্বান জানানো হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানান বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
এসময় তারা ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’; ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; ‘আমাদের ধমনীতে, আবরার/আবু সাঈদের রক্ত’; ‘বিচার চাই বিচার চাই, নাজমা/ফেলানী হত্যার বিচার চাই’; ‘আমার বোন মরলো কেন, ভারত তুই জবাব দে’;  ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’; ‘গোলামী না রাজপথ, রাজপথ রাজপথ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজের আহ্বায়ক আফজাল হোসেন রাকিব বলেন, ‘ভারতীয় আগ্রাসনবাদীরা যদি মনে করে তারা এখনও তাদের আগ্রাসন চালিয়ে যাবে, তাহলে তারা ভুল ভাবছে। আমরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এখন থেকে বাংলাদেশের বিপক্ষে কিছু করতে গেলে ১০০ বার ভাববেন। আপনারা আগের ফ্যাসিস্টদের যে সহযোগিতা পেয়েছিলেন সেটা আর পাবেন না। আধিপত্য বিস্তারের চেষ্টা করা হলে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না।’

আরও পড়ুন:Republic Day 2025 News LIVE Update: দেশজুড়ে পালিত হচ্ছে ৭৬ তম সাধারণতন্ত্র দিবস! দিল্লিতে কর্তব্যপথে কুচকাওয়াজ…

তিনি আরও বলেন, ‘এখনও পর্যন্ত ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়নি, এ ধর্ষণ ও হত্যাকাণ্ডের কোনও জবাব চাওয়া হয়নি। আমরা চাই না আর নতজানু হয়ে চলতে। আমরা চাই নতজানু না হয়ে রাষ্ট্রীয়ভাবে জোরালো পদক্ষেপ নেওয়া হোক।’

বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, ‘যখন ভারতের আরজি কর হাসপাতালে আমার বোনকে ধর্ষণের পর হত্যা করা হল তখন আমরা প্রতিবাদ করেছি কিন্তু যখন আমাদের মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হল তখন কাঁটাতারের ওপারের সবাই চুপ কেন? তারা কি আজ মুখের কথা হারিয়ে ফেলেছে?’ তিনি আরও বলেন, ‘হত্যার দুইদিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হয়নি। আমরা বলতে চাই, এখন নতজানু হওয়ার সুযোগ নেই। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি কোনো প্রশ্ন রাখা চলবে না। বাংলাদেশের ১৮ কোটি মানুষ এ হত্যাকাণ্ডের বিচার চায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনারা যদি বিবৃতি না দেন এবং ভারতীয় হাইকমিশনারকে চাপ প্রয়োগ না করা হয় তাহলে বাংলাদেশের ছাত্র-জনতা আপনাদের ছেড়ে কথা বলবে না।’ 

এসময় তিনি ভারতের সঙ্গে করা সব অসম চুক্তি বাতিলের দাবি জানান। ঢাকায় বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য মঈনুল ইসলাম, ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাকিব আহমেদ, ঢাবি শিক্ষার্থী মোফাজ্জল হোসাইন সাদাত, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী ইয়াসমিন মিতু, যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী রিফতি প্রমুখ বক্তব্য দেন।

 

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours