NOW READING:
Republic Day 2025 Parade: সাধারণতন্ত্র দিবসের আকর্ষণীয় প্যারেড! অনলাইনে কোথায়, কীভাবে দেখবেন…
January 25, 2025

Republic Day 2025 Parade: সাধারণতন্ত্র দিবসের আকর্ষণীয় প্যারেড! অনলাইনে কোথায়, কীভাবে দেখবেন…

Republic Day 2025 Parade: সাধারণতন্ত্র দিবসের আকর্ষণীয় প্যারেড! অনলাইনে কোথায়, কীভাবে দেখবেন…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের সংবিধানের পথচলা শুরু ২৬ জানুয়ারি থেকে। প্রতি বছর এই দিনটি স্বগৌরবে জাঁকজমকভাবে পালন করা হয়। এই দিনটি গুরুত্বকে তুলে ধরার জন্য বিশেষ কুচকাওয়াজ আয়োজন  করা হয়। যা দিল্লির রাষ্ট্রপতি ভবনের কাছে রাইসিনা হিল থেকে শুরু হয়, ‘কর্তব্য পথ’এর মাধ্যমে ইন্ডিয়া গেটের পাশে এবং ঐতিহাসিক লাল কেল্লায় শেষ হয়।

অনেকেই এই ঐতিহাসিক প্যারেড দেখার জন্য দিল্লিতে যায়। লালকেল্লায় টিকিট কেটে প্যারেড দেখতে পান। অন্যদিকে বহু মানুষ যেতে পারেন না। অনলাইনে এই বিশেষ প্যারেড কোথায় দেখতে পাওয়া যাবে?

দূরদর্শন চ্যানেল বা তাদের ইউটিউব চ্যানেলে ২৬ জানুয়ারি রবিবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখতে পাওয়া যাবে। এছাড়াও অল ইন্ডিয়া রেডিওর ইউটিউব চ্যানেলেও দেখতে পাওয়া যাবে। এর পাশাপাশি সরকারি ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলগুলিও লাইভ স্ট্রিম হবে। উপরন্তু, আপনি ভারত জুড়ে যেকোনও নতুন চ্যানেলে প্যারেড লাইভ দেখতে পারেন।

আরও পড়ুন:Terrible Road accident: ভরা রাস্তায় উল্টে গেল বেপরোয়া ট্রাক! মুহূর্তে পিষে গেল ২ তরুণী…

প্রজাতন্ত্র দিবস ২০২৫ প্যারেড লাইভের সময়
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের লাইভ কভারেজ ২৬ জানুয়ারি সকাল ১০.৩০টায় শুরু হবে। প্রজাতন্ত্র দিবসের উদযাপন কর্তব্য পথ (পূর্বে রাজপথ) এ অনুষ্ঠিত হবে, যেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় পতাকা উত্তোলন করবেন। তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিনটি শুরু করতে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

এ বছর ইন্দোনেশিয়ার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো প্রধান অতিথি। পুরো উৎসব জুড়ে তিনি ইন্দোনেশিয়ার একটি দলকে নেতৃত্ব দেবেন। 

লাইভ ইভেন্টে যারা উপস্থিত থাকবেন তাদের জন্য সকাল ৭টায় গেট খুলে যাবে এবং সকাল ৯টায় বন্ধ হবে। ট্রাফিক বিধিনিষেধের কারণে, তাড়াতাড়ি পৌঁছানো ভাল। এই বছরের প্রজাতন্ত্র দিবসের থিম হল ‘স্বর্ণিম ভারত: বিরাসত ও বিকাশ’।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link