NOW READING:
অনুষ্ঠানের মধ্যেই হঠাৎ অসুস্থ, ‘ভুয়ো খবর’ নিয়ে এবার মুখ খুললেন মোনালি ঠাকুর
January 23, 2025

অনুষ্ঠানের মধ্যেই হঠাৎ অসুস্থ, ‘ভুয়ো খবর’ নিয়ে এবার মুখ খুললেন মোনালি ঠাকুর

অনুষ্ঠানের মধ্যেই হঠাৎ অসুস্থ, ‘ভুয়ো খবর’ নিয়ে এবার মুখ খুললেন মোনালি ঠাকুর
Listen to this article


কলকাতা: শো চলাকালীনই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এতটাই যে শো বন্ধ করে দিতে হয়েছিল। তবে তাঁকে যে হাসপাতালে ভর্তি হতে হয়নি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তা স্পষ্ট করলেন সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুর (Monali Thakur)। গত মঙ্গলবার দিনহাটা উৎসবে অনুষ্ঠান করতে আসেন মোনালি। কিন্তু শো চলাকালীনই তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে মাঝপথে বন্ধ করে দিতে হয় শো। তবে সেই সময়ে খবর ছড়িয়েছিল, সঙ্গীতশিল্পীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবার সেই বিষয়ে মুখ খুললেন মোনালি ঠাকুর নিজেই। 

সোশ্যাল মিডিয়ায় আজ মোনালি লিখেছেন, ‘যাঁরা আমার শরীর নিয়ে চিন্তা করছেন, তাঁদের উদ্দেশে আমার এই বার্তা। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমি এই পোস্টটা লিখছি শুধুমাত্র এই কারণেই, যাতে আমার শরীর স্বাস্থ্য নিয়ে কোনও ভুয়ো খবর সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও ছড়িয়ে না পড়ে। আপনারা যে আমার শরীর নিয়ে চিন্তা করছেন, এতে আমি কৃতজ্ঞ। তবে আমি কেবল এটাই জানাতে চাই যে, আমার শ্বাসকষ্টজনিত কোনওরকম সমস্যা হয়নি। আমায় হাসপাতালেও ভর্তি হতে হয়নি। এই তথ্যটা সম্পূর্ণ ভুয়ো খবর।’

সোশ্যাল মিডিয়ায় মোনালি আরও লিখেছেন, ‘আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, তবে সেটা শ্বাসকষ্টে হয়। আমার ভাইরাল ইনফেকশন আর জ্বর হয়েছিল। সেই পরিস্থিতি থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারিনি আমি। সেই কারণে আমার সাইনাস ও মাইগ্রেনের সমস্যা দেখা দিয়েছিল। অসুস্থ বোধ হচ্ছিল। মাথায় অসহ্য ব্যথা করছিল। তবে কেবল এটুকুই। এর বাইরে আমার আর কোনও সমস্যা হয়নি। আমি এখন মুম্বইতে ফিরে এসেছি। চিকিৎসা শুরু করেছি। বিশ্রাম নিচ্ছি। আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। খুব অল্প সময়ের মধ্যেই আমি একেবারে সুস্থ হয়ে উঠতে পারব বলেই আশা করছি। আমার মনে হয় না, এই বিষয়টা নিয়ে এর থেকে বেশি আর কিছু করার রয়েছে। অন্যান্য দিকে নজর দেওয়ার আরও অনেক জিনিস রয়েছে। ধন্যবাদ।’

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ পিতা তথা প্রাক্তন মন্ত্রী কমল গুহর ৯৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনহাটা উৎসবের আয়োজন করা হয়েছিল । সেখানেই আমন্ত্রিত ছিলেন শিল্পী। কোচবিহারে তাঁর জনপ্রিয়তা বেশ । হিন্দি ছবিতে মোনালির একাধিক গান বেশ জনপ্রিয়। তাই শুধুমাত্র মোনালির জন্যই  অনুষ্ঠানে এসেছিলেন বহু দর্শক। তিনি মঞ্চে উঠতেই উল্লাসে ফেটে পড়ে জনতা। গান শুরু করেন মোনালি। তবে তার কিছুক্ষণ পরেই অসুস্থতার কারণে তিনি মঞ্চ থেকে নেমে যেতে বাধ্য হয়েছিলেন।

আরও পড়ুন: Saif Ali Khan: সিসিটিভিতে যাকে দেখা গিয়েছিল, সেই কি পুলিশের জালে? সেফের ওপর হামলার ঘটনায় আচমকা ধোঁয়াশা

আরও দেখুন



Source link