NOW READING:
মলয় ঘটকের বাড়িতে হামলা, গ্রেফতার ১
January 23, 2025

মলয় ঘটকের বাড়িতে হামলা, গ্রেফতার ১

মলয় ঘটকের বাড়িতে হামলা, গ্রেফতার ১
Listen to this article



<p>ABP Ananda Live: আসানসোলে আইনমন্ত্রীর বাড়ি-অফিসে হামলা! মলয় ঘটকের অফিসে ঢুকে ভাঙচুর। কেন হামলা? অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ।</p>
<p>&nbsp;</p>
<p><strong>RG কর-কাণ্ডে আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি, উপযুক্ত তদন্ত চেয়ে নিহত চিকিৎসকের পরিবারের আবেদন…&nbsp;</strong></p>
<p>&nbsp;</p>
<p>আর জি কর-কাণ্ডে (RG Kar Case) কাল সুপ্রিম কোর্টে শুনানি (Supreme Court) । পরিবারের আবেদন নিয়ে কাল সুপ্রিম কোর্টে শুনানি। CBI তদন্তে কোথায় কোথায় অসঙ্গতি, উল্লেখ করে মামলা। উপযুক্ত তদন্ত চেয়ে নিহত চিকিৎসকের পরিবারের আবেদন। পরিবারের আবেদনের ভিত্তিতেই কাল&nbsp;সুপ্রিম কোর্টে শুনানি।</p>
<p>আর জি কর-কাণ্ডে ,নির্যাতিতার পরিবারের তরফ থেকে প্রথমে তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্ট থেকে তাঁরা সুপ্রিমকোর্টে যান। দেশের শীর্ষ আদালতের কাছে তাঁদের আবেদনের মূল বিষয়বস্তু ছিল, সিবিআই তদন্তের কোথায় কোথায় অসঙ্গতি রয়েছে ?&nbsp;কলকাতা হাইকোর্টের কাছেও পরিবারের বক্তব্য ছিল, তাঁরা কিন্তু এই মামলায় প্রথম থেকেই কোথাও গিয়ে তাঁরা সিবিআই এর জন্য আবেদন করেনি। বা সিবিআই-কে তদন্তভার দেওয়া হোক, এই মর্মেও তাঁরা কোথাও গিয়েও আবেদন করেননি।</p>



Source link