NOW READING:
Bangladesh: তিনদিনব্যাপী জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে মেতে উঠল ঢাকা…
January 23, 2025

Bangladesh: তিনদিনব্যাপী জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে মেতে উঠল ঢাকা…

Bangladesh: তিনদিনব্যাপী জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে মেতে উঠল ঢাকা…
Listen to this article


সেলিম রেজা: আজ থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী ২৩-২৫ জানুয়ারি ৪৩তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন। এবারের সম্মেলন রাজধানী ঢাকার ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে আয়োজন করা হয়েছে। এই সম্মেলনের আয়োজক জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ। এবারের জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের সঙ্গীতগুণি ফাহমিদা খাতুন।

আরও পড়ুন: India Vs Pakistani Rupee: সোনার খনি কি পারবে আর্থিক ধস সামলাতে! ভারতের ১ টাকা মানে পাকিস্তানের কত রুপিয়া জানেন?

‘এই কথাটা ধরে রাখিস- মুক্তি তোরে পেতেই হবে’ বোধনসঙ্গীতের মাধ্যমে এবারের আয়োজন শুরু হয়। পরে প্রদীপ প্রজ্বালন ও অশীর্বাণী অনুষ্ঠিত হয়। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের তিন দিনেরই সান্ধ্য-অধিবেশন সাজানো হয়েছে গুণীজনের সুবচন, রবিরশ্মি, গীতি আলেখ্য, আবৃত্তি, পাঠ, নৃত্য ও গান দিয়ে। ৪৩তম অধিবেশনের দ্বিতীয় দিন সকালে রাখা হয়েছে সঙ্গীতানুষ্ঠান। বিকেলে ‘বাংলাদেশে রবীন্দ্রনাথ ও রবীন্দ্রনাথের বাংলাদেশ’ শীর্ষক একটি সেমিনার রাখা হয়েছে। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সহ-সভাপতি মফিদুল হকের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক ফখরুল আলম এবং সেই প্রবন্ধের ওপর আলোচনা করবেন আলম খোরশেদ ও হামীম কামরুল হক। এই দিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন, রবিরশ্মি, আবৃত্তি, নৃত্যানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে।

Rabindra Sangeet Function

আরও পড়ুন: Potato Price: ৪০-এ হেঁসেল গরম, শীত শেষে আলুর দাম কমে মাত্র ২০!

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মলনের তৃতীয় দিন সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। এরপর বিকেলে ঢাকার শ্যামলিতে এসওএস শিশুপল্লীতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। একইসঙ্গে বিকেলে ঢাকার ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে শুরু হবে সমাপনী অধিবেশন। সমাপনী অধিবেশনে থাকছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের এ যাবতৎকাল পরিচালিত কার্যক্রমের উপস্থাপনা। পাশাপাশি অনুষ্ঠানে রবীন্দ্রপদক দিয়ে গুণিদের সম্মাননা জানানো হবে সঙ্গীতগুণি পাপিয়া সারোয়ারকে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, আবৃত্তি, জাতীয় সঙ্গীতের মাধ্যমে পর্দা নামবে ৪৩তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের। এবারের সম্মেলনে বাংলাদেশের নানা অঞ্চল থেকে পাঁচ শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠক সমাগত হয়েছেন। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন উপলক্ষে প্রতিবারের মতো এবারও রবীন্দ্রনাথের সৃষ্টির নানা দিক নিয়ে বিশিষ্টজনদের লেখা প্রবন্ধের সংকলন ‘সঙ্গীত সংস্কৃতি’ বের করা হয়েছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link