কলকাতা: আগামীকাল সুপ্রিম কোর্টে আর জি করকাণ্ডে শুনানি। ‘বৃহত্তর আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন মৃত মহিলা চিকিৎসকের পরিবার। যে পিটিশন মৃতার পরিবার হাইকোর্টে করেছিলেন, তা সুপ্রিম কোর্টে গেছে। মৃত মহিলা চিকিৎসকের পরিবারের পাশে আছি, পূর্ণ সমর্থন ও সহযোগিতা করব’, আর জি কর মেডিক্যালে মৃত মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর জানালেন শুভেন্দু অধিকারী।
আর জি কর-কাণ্ডে (RG Kar Case) কাল সুপ্রিম কোর্টে শুনানি (Supreme Court) । পরিবারের আবেদন নিয়ে কাল সুপ্রিম কোর্টে শুনানি। CBI তদন্তে কোথায় কোথায় অসঙ্গতি, উল্লেখ করে মামলা। উপযুক্ত তদন্ত চেয়ে নিহত চিকিৎসকের পরিবারের আবেদন। পরিবারের আবেদনের ভিত্তিতেই কাল সুপ্রিম কোর্টে শুনানি।
আর জি কর-কাণ্ডে ,নির্যাতিতার পরিবারের তরফ থেকে প্রথমে তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্ট থেকে তাঁরা সুপ্রিমকোর্টে যান। দেশের শীর্ষ আদালতের কাছে তাঁদের আবেদনের মূল বিষয়বস্তু ছিল, সিবিআই তদন্তের কোথায় কোথায় অসঙ্গতি রয়েছে ? কলকাতা হাইকোর্টের কাছেও পরিবারের বক্তব্য ছিল, তাঁরা কিন্তু এই মামলায় প্রথম থেকেই কোথাও গিয়ে তাঁরা সিবিআই এর জন্য আবেদন করেনি। বা সিবিআই-কে তদন্তভার দেওয়া হোক, এই মর্মেও তাঁরা কোথাও গিয়েও আবেদন করেননি।
ফলত আদালত তাঁরা ঠিক মনে করেছে যে, এই মামলা সিবিআই-কে হস্তান্তর করা উচিত। তাই তারা হস্তান্তর করেছে। সেই সিদ্ধান্তকে পরিবারের তরফ থেকেও গ্রহণ করা হয়েছে। মান্যতা দেওয়া হয়েছে। কিন্তু তাঁদের শুরু থেকেই বক্তব্য ছিল, যে সংস্থাকেই তদন্তভার দেওয়া হোক, তাঁরা যেনও ন্যায় বিচার করে। সুবিচার করে। কিন্তু পরিবারের এখন অভিযোগ হচ্ছে, সিবিআই-এৎ ভূমিকায় তাঁরা খুব একটা সন্তুষ্ট নন। তাঁদের বক্তব্য হল, তাঁরা একাধিকবার বিভিন্ন জায়গায় গিয়ে একাধিক অসঙ্গতি চিহ্নিত করেছে।
নিম্ন আদালতে পরিবারের তরফ থেকে তাঁরা বহু প্রশ্ন তুলেছেন। বলেছেন, এই সমস্ত প্রশ্নের উত্তর তাঁরা সিবিআই এর থেকে খুঁজেছেন। কিন্তু সিবিআই এর তরফে সেই বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে দেখা হয়নি বলেই অভিযোগ নিহত চিকিৎসকের পরিবারের। ফলত তাঁরা সিবিআই এর বিরুদ্ধে যে প্রশ্ন তুলেছিলেন, সেই প্রশ্নগুলি একেবারে মামলার শেষদিন পর্যন্ত, অর্থাৎযখন গতকাল, আরজিকর মামলায় সাজা ঘোষণা হল, সেইসময় পর্যন্ত এই প্রশ্নের উত্তরগুলি কিন্তু অধরা থেকে গেল। ফলে সেই মর্মেই তাঁরা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন।
আরও পড়ুন, নির্ভয়ার রায় নিয়ে ‘দ্বন্দ্ব’ বর্তমান ও প্রাক্তন বিচারপতির, ‘বিরল থেকে বিরলতম’ বলে উল্লেখ, তুললেন জরুরি প্রশ্ন
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন