NOW READING:
পূর্ব মেদিনীপুরের সংখ্যালঘু আধিকারিকের সই ‘জাল’ করে ৩ শিক্ষক নিয়োগ ! মাদ্রাসাতেও দুর্নীতি?
January 21, 2025

পূর্ব মেদিনীপুরের সংখ্যালঘু আধিকারিকের সই ‘জাল’ করে ৩ শিক্ষক নিয়োগ ! মাদ্রাসাতেও দুর্নীতি?

পূর্ব মেদিনীপুরের সংখ্যালঘু আধিকারিকের সই ‘জাল’ করে ৩ শিক্ষক নিয়োগ ! মাদ্রাসাতেও দুর্নীতি?
Listen to this article


পূর্ব মেদিনীপুর: এবার মাদ্রাসায় শিক্ষক নিয়োগেও দুর্নীতি ? পূর্ব মেদিনীপুরের সংখ্যালঘু আধিকারিকের সই ‘জাল’ করে ৩ শিক্ষক নিয়োগ। নরঘাট মাদ্রাসায় নিয়োগে দুর্নীতির অভিযোগ জেলার সংখ্যালঘু আধিকারিকের। এক SI-সহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ। নিয়োগে দুর্নীতির অভিযোগে কোনও মন্তব্য করতে চাননি অভিযুক্ত SI.অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে, জানালেন অতিরিক্ত জেলাশাসক।

আরও পড়ুন, বাংলাদেশ থেকে পাচারকারীদের বাধা দিতেই হামলা, সীমান্তে ফের আক্রান্ত BSF !

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও দেখুন



Source link