বছরের শুরুতে ইডেনে ম্যাচ, অনুশীলনে নেমে এক দশক আগের স্মৃতিতে ডুব দিলেন সূর্যকুমার
কলকাতা: পরপর দুই হতাশাজনক লাল বলের সিরিজ়ের পর আবারও সীমিত ওভারের ক্রিকেটে ফিরছে ভারতীয় দল। নতুন বছরে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের প্রথম অ্যাসাইনমেন্ট ইংল্যান্ড। ২২ জানুয়ারি ইডেন গার্ডেন্সে ম্য়াচ দিয়েই শুরু হচ্ছে সিরিজ়। সেই সিরিজ়ের জন্য ইতিমধ্যেই সূর্যকুমার যাদবসহ গোটা ভারতীয় দল জোরকদমে অনুশীলন শুরু করে দিয়েছে।
এই ইডেন সূর্যকুমারের অত্যন্ত চেনা। বর্তমান ভারতীয় কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বে একদা এই মাঠেই তো আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামতেন সূর্য। দলের সহ অধিনায়কও ছিলেন তিনি। সেই চেনা মাঠে ফিরতে পেরে বেশ আবেগঘনই সূর্যকুমার। বিসিসিআইয়ের পোস্ট করা একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘এখানে খেলার একটা আলাদা গরিমা আছে। এখানে আসলেই ভাল লাগে, মনটা ভাল হয়ে যায়। আমি যখন সাজঘরে বসি, তখন ২০১৪, ২০১৫,২০১৬, ২০১৭ সালে এখানে খেলার সময়কার সব স্মৃতিগুলি মনে পড়ে। খুবই মিষ্টিমধুর দিন ছিল ওইগুলি।’
𝙏𝙝𝙖𝙩 𝙀𝙙𝙚𝙣 𝙂𝙖𝙧𝙙𝙚𝙣𝙨 𝙛𝙚𝙚𝙡𝙞𝙣𝙜 🏟️
ft. Captain Suryakumar Yadav 😎#TeamIndia | #INDvENG | @surya_14kumar | @IDFCFIRSTBank pic.twitter.com/lB1MJse70w
— BCCI (@BCCI) January 21, 2025
বহুদিন হয়েছে কেকেআর ছেড়েছেন সূর্য। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। তখনকার তরুণ সূর্য বর্তমানে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক। ইডেনে কেকেআরের হয়ে খেলার সময় যে তিনি টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন কোনওদিন, সেটা তাঁর কল্পনাতেও আসেনি সূর্যর। ‘কেকেআরে ২০১৪ সালে প্রথমবার যখন এসেছিলাম, সেই সময়ের কথা আমার এখনও মনে আছে। সেইসময় থেকে ১০-১১ বছর কেটে গিয়েছে। আমি কোনওদিনও ভাবতে পারিনি যে ভারতীয় দলকে আমি নেতৃত্ব দেব। তবে এই ঐতিহাসিক মাঠে দাঁড়িয়ে আমি দলকে নেতৃত্ব দেব, এই অনুভূতিটাই ভিন্ন। গোটা সফরটা কিন্তু খুবই স্মরণীয় ছিল।’ বলেন তিনি।
এই সিরিজ়েই কিন্তু অর্শদীপ সিংহের সামনে ইতিহাস গড়ার হাতছানি রয়েছে। তিনি কিন্তু এই সিরিজ়েই ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফর্ম্যাটে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হয়ে যেতে পারেন। এখনও পর্যন্ত অর্শদীপ টিম ইন্ডিয়ার হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৫টি উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে আর মাত্র দুইটি উইকেট নিলেই তিনি যুজবেন্দ্র চাহালকে পিছনে ফেলে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হয়ে যাবেন। চাহাল এই সিরিজ়ে সুযোগও পাননি। তাই অর্শদীপের সামনে কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। পাশপাশি প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০টি উইকেটের গণ্ডিও পার করতে পারেন বাঁ-হাতি ফাস্ট বোলার। এই দুই রেকর্ডই কিন্তু তাঁর পক্ষে খুব কষ্টকর নয়।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ব্রাত্য স্য়ামসনের বিরুদ্ধে বিস্ফোরক কেরল ক্রিকেট সংস্থার সভাপতিও
আরও দেখুন