# Tags
#Blog

প্রিয়া সরোজের সঙ্গেই কি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রিঙ্কু সিংহ?

প্রিয়া সরোজের সঙ্গেই কি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রিঙ্কু সিংহ?
Listen to this article


আলিগড়: বিয়ের মরশুম চলছেই। রবিবার ২০ ফেব্রুয়ারিই নীরজ চোপড়ার বিয়ের ছবি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবার রিঙ্কু সিংহ ও প্রিয়া সরোজের বিয়ে কি পাকা হয়ে গেল? সম্ভাবনা কিন্তু তেমনই বলছে। আলিগড়ে রিঙ্কুর বাড়তিও নাকি জোরকদমে প্রস্তুতি চলছে। তাহলে কবে চারহাত এক হতে চলেছে রিঙ্কু সিংহ ও প্রিয়া সরোজের? সেদিকেই এখন নজর।

কিছুদিন আগেই এবিপি নিউজকে টেলিফোনে প্রিয়া সরোজের বাবা তথা রাজনীতিবিদ তুফানি সরোজ জানিয়েছেন, ”রিঙ্কুর বাড়ির লোকেরা তাঁর বড় জামাইয়ের কাছে রিঙ্কু ও প্রিয়ার বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিলেন মাত্র। এ নিয়ে আর কোনও কথাও হয়নি। বাগদানের খবর সম্পূর্ণ ভিন্ন।” তবে সংবাদসংস্থাকে সম্প্রতি প্রিয়ার বাবা ফের বলেছেন, ”আগামী ১৬ ফেব্রুয়ারি রিঙ্কু ও প্রিয়ার বিয়ের বিষয়ে দুই পরিবারের মধ্যে আলোচনা হয়েছে।” তবে প্রিয়ার বাবা আরও জানিয়েছেন, ”এখনও পর্যন্ত কোনও আংটি বদলের অনুষ্ঠান বা প্রি-ওয়েডিংয়ের খবর নেই।”

সূত্রের খবর, আলিগড়ে রিঙ্কুর বাড়িতে নাকি উপস্থিত হয়েছিলেন তুফানি সরোজ। দুই পরিবারের মধ্যে উপহার আদানপ্রদানও হয়েছে বলে খবর। প্রিয়ার বাবা জানিয়েছিলেন, ”রিঙ্কু ও প্রিয়া দুজন দুজনকে ১ বছরের বেশি সময় ধরে চেনে। তাঁরা একে অপরকে পছন্দও করেন। দুই পরিবারের আলোচনা চলছে। তাঁরাও বিয়ের বিষয়ে মোটামুটি সহমত।”

রিঙ্কুর চর্চিত বাগদত্তা কে? কি তাঁর পরিচয়? সমাজবাদী পার্টির মছলিসায়র সাংসদ প্রিয়া। তাঁর বাবা তুফানি সরোজও কিন্তু তিন বারের সাংসদ ছিলেন। প্রিয়ার কিন্তু রাজনৈতিক পরিচয় বাদেও আরেকটি পরিচয় রয়েছে। তিনি আইনজীবী। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও ওকালতি করেছেন প্রিয়া। নয়াদিল্লির এয়ারফোর্স গোল্ডেন জুবিলি ইনস্টিটিউট থেকে নিজের স্কুল জীবন কাটিয়েছেন প্রিয়া। এরপর দিল্লি ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি । নয়ডার অ্যামিটি ইউনিভার্সিটি থেকে এলএলবি ডিগ্রি সম্পূর্ণ করেন প্রিয়া। তবে শেষমেশ বাবার মতো রাজনীতিকেই বেছে নেন বছর ২৬-র প্রিয়া ।

এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্ট সিরিজে খেলতে ভারতীয় দলের সঙ্গে কলকাতায় এসেছেন রিঙ্কু। আপাতত এই সব খবরের থেকে দূরে ক্রিকেটেই মনোনিবেশ করতে চান তিনি। আগামী ২২ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ইডেন গার্ডেন্সে খেলতে নামবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল।

আরও পড়ুন: কোটি কোটি টাকার সম্পত্তি, স্ত্রী হিমানিকে নীরজ কোন বাড়িতে থাকবেন জানেন?

আরও দেখুন



Source link

BCCI Rules | IND v ENG: অনেক হয়েছে, আর রেয়াত নয়, বোর্ডের নির্দেশেই সূর্যদের কলকাতায় জোড়া ফতোয়!

BCCI Rules | IND v ENG: অনেক

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal