NOW READING:
RG Kar Case Verdict | Sanjay Roy: ‘একজন ডাক্তার হত্যায় দোষীর যাবজ্জীবন! বড় ঘটনা চাপা দিয়ে নিজেদের লোককে বাঁচালেন মমতা’
January 20, 2025

RG Kar Case Verdict | Sanjay Roy: ‘একজন ডাক্তার হত্যায় দোষীর যাবজ্জীবন! বড় ঘটনা চাপা দিয়ে নিজেদের লোককে বাঁচালেন মমতা’

RG Kar Case Verdict | Sanjay Roy: ‘একজন ডাক্তার হত্যায় দোষীর যাবজ্জীবন! বড় ঘটনা চাপা দিয়ে নিজেদের লোককে বাঁচালেন মমতা’
Listen to this article


মৌমিতা চক্রবর্তী: আরজি করের তরুণী চিকিত্সকের ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্য়স্ত সঞ্জয় রায়ের ফাঁসি নয়, যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন শিয়ালদহ আদালতের বিচারক। বিচারকের মতে এই মামলা বিরল থেকে বিরলতম ঘটনা নয়। ফলে এই রায়ে একদিকে যেমন সিবিআই হতাস, অন্যদিকে আশাহত আন্দোলনকারীরাও। এনিয়ে এবার সরব হলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুন-নৃশংস, বর্বরোচিত! তবু মৃত্যুদণ্ড নয়, যাবজ্জীবনই সঞ্জয়ের…

সোমবার শিয়ালদহ আদালতে সাজা ঘোষণার আগে দিলীপ ঘোষ বলেন, সবাই বলছে এটা আই ওয়াশ। একটা মাতালকে নিয়ে এসে হয়তো ফাঁসি দিয়ে দেওয়া হবে। কিছু চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। অনেক প্রশ্ন উঠে আসছে। নির্যাতিতার বাবা-মাও প্রশ্ন তুলছেন।

অন্যদিকে, সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা ঘোষণার পর দিলীপ ঘোষ বলেন, একজন ডাক্তারকে হত্য়া করার পর দোষীকে আজীবন কারাদণ্ড! এরপর হয়তো কোনওভাবে ছাড়া পেয়ে যাবে। কী চলছে এটা! এতবড় ঘটনাকে চাপা দিয়ে নিজেদের লোককে বাঁচিয়ে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু বজ্জাত নেতা হয়ে আন্দোলনে নেমেছিল। এখন মডেলিং করছেন। একটা মেয়ের মৃত্যু নিয়ে ব্য়বসা হল।

রায় শুনে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, মুখ্য়মন্ত্রী আপনি অভয়ার দোষীদের আড়াল করেছেন। তথ্য লোপাট হয়েছে। এত কিছু সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য। আপনি দৃষ্টি ঘোরাতে চাইছেন।

উল্লেখ্য, এদিন বিচারক বলেন, ‘তাঁর মৃত্যু শুধু পরিবারের নয়, গোটা সমাজের ক্ষতি। এই ঘটনা সমাজকে নাড়িয়ে দিয়েছে। বহু ছাত্রী উচ্চশিক্ষার জন্য যান তখন যদি তাদের নিরাপত্তা না থাকে তা হলে!’ এদিন আদালতে সিবিআই আগেই সঞ্জয় রায়ের জন্য সর্বোচ্চ শাস্তি অর্থাত্‍ ফাঁসির আবেদন জানায়। যদিও সঞ্জয়ের আইনজীবীর আবেদন, তিনি ফাঁসির শাস্তির বিরুদ্ধে নন, কিন্তু যদি সঞ্জয়কে সংশোধনের সময় দিয়ে অন্য কোনও সাজা দেওয়া যায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link