<p>TMC News: এবার দলীয় কাউন্সিলরদেরই নিশানা মদন মিত্রর । কোনও কাউন্সিলর যদি আপনাদের চাকর ভাবে, পাত্তা দেবেন না’ । ‘সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন’ । বাড়িতে বসেছিল, আপনার আশীর্বাদে কাউন্সিলর হয়েছে’ ‘তৃণমূলের পোশাক খুলে নিলে খেতে পাবে না’ । ‘এটা মমতাকে বলবে, আমি বলেছি, কাউন্সিলরদের পরোয়া করবেন না’ । বেলঘরিয়ার অনুষ্ঠানে মন্তব্য তৃণমূল বিধায়ক মদন মিত্রর।</p>
<p><strong>‘আমরা CBI চাইনি, রবিবার কেন হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের?’ একাধিক প্রশ্ন RG করের নির্যাতিতার পরিবারের </strong></p>
<p>পুলিশের তদন্তে আস্থা নেই বলে গোড়া থেকেই জানিয়ে আসছিলেন। পরবর্তীতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)-এর তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন। রাত পোহালেই যখন আর জি কর মামলায় সাজা ঘোষণা, তার আগে নির্যাতিতার মা-বাবা জানালেন, তাঁরা CBI তদন্ত চানইনি। বরং ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চেয়েছিলেন তাঁরা। পুলিশ এবং CBI-দু’পক্ষই তদন্তে গাফিলতি করেছে বলে দাবি তাঁদের। (RG Kar Case Verdict)</p>
<p>শনিবার শিয়ালদা আদালতে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। সোমবার আদালত তাকে সাজা শোনাবে। সর্বোচ্চ ফাঁসি অথবা সর্বনিম্ন যাবজ্জীবনের সাজা হবে তার। আর তার আগেই এবিপি আনন্দে মুখ খুললেন নির্যাতিতার মা-বাবা। জানালেন, সঞ্জয়ের সাজা হলেই হল না, তাঁদের লড়াই জারি থাকবে। CBI-এর সঙ্গে সরাসরি আর কোনও কথা বলবেন না, বরং আদালতের মাধ্যমে লড়াই চালিয়ে যাবেন। (RG Kar Victims Family)</p>
Source link
‘কাউন্সিলর যদি আপনাদের চাকর ভাবে, পাত্তা দেবেন না’, কড়া বার্তা মদনের

+ There are no comments
Add yours