‘আড়ালে আরও বড় বড় মাথা রয়েছে’, আর জি কর প্রসঙ্গে বলছেন চিকিৎসকরা
<p>RG Kar Update: আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুন, দোষী সাব্যস্ত সঞ্জয় রায় । আর জি করকাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয়, সোমবার সাজা ঘোষণা । চিকিৎসক ধর্ষণ-খুন, দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় । সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন অতিরিক্ত জেলা দায়রা বিচারক । চিকিৎসক ধর্ষণ-খুনে দোষী সাব্যস্ত সঞ্জয়, সোমবার সাজা ঘোষণা । আমাকে ফাঁসানো হচ্ছে, আমি কিছু করিনি, ফের দাবি দোষী সাব্যস্ত সঞ্জয়ের । ‘CBI যা প্রমাণ দিয়েছে, তাতে আপনিই দোষী, শাস্তি পেতেই হবে’ । সোমবার আপনার কথা শুনব, জানিয়ে দিলেন বিচারক অনির্বাণ দাস। ‘আমরা মনে করছি আরও দোষী ধরা পড়বে’, বলছেন আর জি করে নির্যাতিতার মা। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদা আদালত। ‘বিচারের প্রথম সিঁড়ি পার করেছি’, বললেন নির্যাতিতার বাবা। ‘আমার মেয়েটা আর ফিরবে না’, হাহাকার আর জি করে নির্যাতিতার বাবার ।</p>
Source link