‘সিবিআই উদাসীন হয়ে তদন্ত করেছে’, আর জি কর মামলায় বললেন অধীর রঞ্জন চৌধুরী
<p>RG Kar Update: আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুন, দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। চিকিৎসক ধর্ষণ-খুন, দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়। RG কর মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয়, ফাঁসি নাকি যাবজ্জীবন? কী শাস্তি হতে পারে সঞ্জয়ের? ‘খুশি হতাম যদি সন্দীপ এবং বিনীতকে দোষী সাব্যস্ত করা হতো’,RG কর মামলায় মন্তব্য শুভেন্দুর। ‘সিবিআই উদাসীন হয়ে তদন্ত করেছে’, আর জি কর মামলায় বললেন অধীর রঞ্জন চৌধুরী। আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুন, দোষী সাব্যস্ত সঞ্জয় রায় । আর জি করকাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয়, সোমবার সাজা ঘোষণা । চিকিৎসক ধর্ষণ-খুন, দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় । সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন অতিরিক্ত জেলা দায়রা বিচারক । চিকিৎসক ধর্ষণ-খুনে দোষী সাব্যস্ত সঞ্জয়, সোমবার সাজা ঘোষণা । আমাকে ফাঁসানো হচ্ছে, আমি কিছু করিনি, ফের দাবি দোষী সাব্যস্ত সঞ্জয়ের । ‘CBI যা প্রমাণ দিয়েছে, তাতে আপনিই দোষী, শাস্তি পেতেই হবে’ । সোমবার আপনার কথা শুনব, জানিয়ে দিলেন বিচারক অনির্বাণ দাস । ‘৯ অগাস্ট আর জি কর মেডিক্যালে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে নির্যাতন করেন’ । ‘আর জি কর মেডিক্যালে ঢুকে চিকিৎসকের গলা টিপে ধরেন’ । মুখ চেপে যৌন হেনস্থা করেন, আপনার অপরাধ প্রমাণিত: বিচারক ।</p>
Source link