ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: পিকনিক গার্ডেনে ফ্ল্যাটে তরুণীর রহস্যমৃত্যু। ফ্ল্যাট থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার, উধাও সঙ্গী। সূত্র মারফত খবর, তরুণীর গলায় ফাঁসের চিহ্ন, খুন বলে সন্দেহ করা হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে পুলিশ।
তিনজলা থানা এলাকার পিকনিক গার্ডেনে তরুণির রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পিকনিক গার্ডেনের একটি বহুতলের ৪ তলায় খাটের মধ্যে শোওয়ানো অবস্থায় পাওয়া গিয়েছে ওই তরুণীর মৃতদেহ। গলায় ফাঁসের চিহ্ন ছিল বলে সূত্র মারফত খবরে জানা গিয়েছে। তরুণীর সঙ্গী এই ঘটনার পর থেকে পলাতক। তরুণীর বয়ফ্রেন্ডের ফোনের চ্যাট বক্স থেকে শুরু করে ফোনের টাওয়ার লোকেশন নিয়ে ইতিমধ্য়ে খোঁজে নেমেছেন তদন্তকারীর দল।তবে কেন তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না, এনিয়েও প্রশ্ন উঠেছে।
জানা গিয়েছে, ওই তরুণী বারে ডান্স করতেন। ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেই জানা সম্ভব হবে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে তিনজলা থানা ও কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখায়। যৌথভাবে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন, দুর্গাপুজোয় সরকারি অনুদান নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা, ‘মানুষের করের টাকায়..’
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন