# Tags
#Blog

সম্পূর্ণ ‘বেড রেস্ট’-র পরামর্শ বুমরাকে? জল্পনা নিয়ে নিজেই মুখ খুললেন তারকা ফাস্ট বোলার

সম্পূর্ণ ‘বেড রেস্ট’-র পরামর্শ বুমরাকে? জল্পনা নিয়ে নিজেই মুখ খুললেন তারকা ফাস্ট বোলার
Listen to this article


নয়াদিল্লি: সিডনি টেস্টের সময় থেকেই পিঠের চোটে কাবু যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। অজ়িদের বিরুদ্ধে শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং পর্যন্ত করেননি বুমরা। তাঁর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ ঘিরেও প্রবল সওয়াল উঠছে। এবার সেইসব জল্পনা, কল্পনা নিয়ে মুখ খুললেন ভারতের তারকা বোলার নিজেই।  

বুমরাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া নিয়ে ঘোরতর অনিশ্চয়তা রয়েছে। সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছিল বুমরার পিঠ এখনও ফুলে রয়েছে। চিকিৎসকেরা তাঁকে পুরোপুরি বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন বলেই খবর। শোনা যাচ্ছে, তাঁকে রীতিমতো বেডরেস্ট দেওয়া হয়েছে। তাঁর পিঠের স্ক্যান কবে করা হবে, তাও নিশ্চিত নয়। ভারতীয় দলের সেরা পেস অস্ত্রের ব্যাক স্প্যাজম রয়েছে। চোট কতটা গুরুতর, তার উপরে নির্ভর করছে কবে তিনি মাঠে নামতে পারবেন, সেই বিষয়টি।

এবার এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানালেন বুমরা। তিনি লেখেন, ‘জানি ভুয়ো খবর ছড়ানোটা খুবই সহজ। তবে এবার যেটা শুনেছি, সেটা শুনে হাসিই পেল। সূত্ররা একেবারেই নির্ভরযোগ্য নন।’

সাধারণত গ্রেড ১ ক্যাটেগরির ব্যাক স্প্যাজম হলে নিদেন পক্ষে তিন সপ্তাহ বিশ্রাম ও রিহ্যাবের পরে মাঠে নামা যাবে। গ্রেড ২ চোট হলে সেক্ষেত্রে অন্তত ৬ সপ্তাহ বিশ্রাম ও রিহ্যাব পর্ব চলবে। গ্রেড ৩ চোট পেলে অন্তত তিনমাস মাঠের বাইরে থাকতে হতে পারে সংশ্লিষ্ট ক্রিকেটারকে। রিপোর্ট অনুযায়ী, বুমরাকে ভারতীয় ক্রিকেট বোর্ড নির্দেশ দিয়েছিল, অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে হাজির হতে হবে। তবে তাঁকে পুরোপুরি বিশ্রামে রাখার নাকি পরামর্শ দেওয়া হয়েছিল। বেড রেস্টে থাকতে বলা হয়েছিল বুমরাকে। আপাতত তাঁকে বাড়িতে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। বেশি হাঁটা চলা করতেও বারণ করা হয়েছে ভারতীয় পেসারকে। তাই এনসিএ-তেও যেতে পারেননি বুমরা। এমনই না না দাবি করা হয়েছিল উক্ত রিপোর্টে।

তবে এমনটা যে নয়, তা বুমরা নিজেই নিজের পোস্টে জানিয়ে দেন। বুমরার এই পোস্ট কিন্তু ভারতীয় অনুরাগীদের আশার বার্তাই দিচ্ছে। তারকা ফাস্ট বোলার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে নেই। তবে ওয়ান ডে সিরিজ় এবং তারপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাকে খেলতে দেখা যায় কি না, সেটাই দেখার। 

আরও পড়ুন: পর পর দুই সিরিজ়ে হার, বারংবার ব্যর্থ রোহিতদের জন্য় ব্যাটিং কোচ নিয়োগ করছে বিসিসিআই! 

আরও দেখুন



Source link

VIRAL VIDEO | Messi-Ronaldo | Maha Kumbh 2025: মহাকুম্ভে মহারথীদের মিছিল, প্রয়াগরাজে পুণ্যস্নান মেসি-রোনাল্ডোর! একসঙ্গে দিলেন ডুব

VIRAL VIDEO | Messi-Ronaldo | Maha Kumbh

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal