রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: এযেনও বলিউডি ছবির কোনও প্লট ! গোয়ালপোখরের পর এবার ডোমকলের আলিনগর গ্রামে পুলিশ হেফাজতে থাকা আসামি ছিনতাই ! আসামিকে নিয়ে এলাকায় তথ্য প্রমাণ সংগ্রহে গেলে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। আক্রান্ত হন ASI রানাপ্রতাপ সেনগুপ্ত. তাঁর আঙুলে কোপ মারা হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় পুলিশি টহল চলছে। কিন্তু একের পর এক এই ঘটনায় এবার প্রশ্ন উঠেছে।
গতকাল রাতে পুলিশি হেফাজতে থাকা রাণা শেখ নামে আসামীকে যখন, পুলিশ নিয়ে যায় ঘটনাস্থলে, তখনই আক্রান্ত হয় পুলিশ। কার্যত পুলিশের গাড়ি ঘিরে ধরে দুষ্কৃতীরা, তাকে (আসামীকে) ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এবং একাধিকবার পুলিশের সঙ্গে বচসা হয়। শেষপর্যন্ত ডোমকল থানার ASI রানাপ্রতাপ সেনগুপ্ত আক্রান্ত হন। হাঁসুয়া দিয়ে তাঁকে কোপ মারার অভিযোগ উঠেছে। তিনি কোনওক্রমে হাত বাড়িয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। সেই মুহূর্তেই হাতে তাঁর কোপ লাগে। একাধিক সেলাই আছে তাঁর আঙুলে।
আর এই ঘটনার মাঝেই আসামী সুযোগ বুঝে পালিয়ে যায় বলে অভিযোগ।এরপরে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। মূল অভিযুক্ত-সহ সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্য়েই তাঁদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতের জন্য দাবি জানানো হয়েছে। কিন্তু যেভাবে আসামীকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে পুলিশ পক্ষ থেকে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ।
গোয়ালপোখরে দুই পুলিশ কর্মীর ওপর গুলি চালিয়ে উধাও বিচারাধীন বন্দি। এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পলাতক বন্দি, তার সহযোগীর খোঁজ পেতে তাদের ছবি দিয়ে ২ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা পুরস্কার ঘোষণা করেছে রায়গঞ্জ পুলিশ জেলা। জখম কনস্টেবল দেবেন বৈশ্য, ASI নীলকান্ত সরকার মাটিগাড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি এদের একজনের শরীর থেকে ২টি, আরেক জনের শরীর থেকে একটি গুলি অস্ত্রোপচার করে বের করা হয়েছে। হামলায় অভিযুক্ত সাজ্জাদ আলম ২০১৮ সালে করণদিঘির একটি খুনের মামলায় বিচারাধীন বন্দি বিচারাধীন বন্দির হাতে কীভাবে আগ্নেয়াস্ত্র এল, খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন, সেফের উপর হামলায় উদ্বিগ্ন মমতা, ‘শর্মিলাদির’ জন্য কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন
+ There are no comments
Add yours