NOW READING:
Zee Real Heroes Awards 2024: বিশেষ সম্মানে সম্মানিত অন্নু কাপুর! ‘জি অন্ত্যাক্ষরী’-র স্মৃতিচারণায় সঞ্চালক-অভিনেতা…
January 15, 2025

Zee Real Heroes Awards 2024: বিশেষ সম্মানে সম্মানিত অন্নু কাপুর! ‘জি অন্ত্যাক্ষরী’-র স্মৃতিচারণায় সঞ্চালক-অভিনেতা…

Zee Real Heroes Awards 2024: বিশেষ সম্মানে সম্মানিত অন্নু কাপুর! ‘জি অন্ত্যাক্ষরী’-র স্মৃতিচারণায় সঞ্চালক-অভিনেতা…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ১৪ জানুয়ারি মুম্বইয়ে অনুষ্ঠিত হল জি রিয়াল হিরোজ অ্যাওয়ার্ডস ২০২৪ (Zee Real Heroes Awards 2024)। দীর্ঘ তিন দশক ধরে বিনোদন দুনিয়ায় তাঁর অবদানের জন্য এই অনুষ্ঠানে বিশেষ সম্মান জানানো হয় বলিউডের জনপ্রিয় অভিনেতা, ছোটপর্দার সঞ্চালক অন্নু কাপুরকে (Annu Kapoor)। নানা ক্ষেত্রের কৃতি ব্যক্তিদের সম্মানিত করা হয় এই অনুষ্ঠানে। হাজির ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis)। এই অনুষ্ঠানে সেলিব্রেট করা হয় কৃতিদের সাফল্য ও অদম্য ইচ্ছাশক্তিকে। 

Zee-এর সঙ্গে অন্নু কাপুরের জার্নি

জি রিয়াল হিরোজ অ্যাওয়ার্ডস সম্মানে সম্মানিত হয়ে একটি কথোপকথনে তাঁর কেরিয়ারের গল্প বলেন অন্নু কাপুর। ১৯৯৩ সালের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের কথা স্মরণ করেন তিনি, যখন জি তাঁকে একটি প্রোমো রেকর্ড করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। তবে, অপ্রত্যাশিত বিলম্বের কারণে শুটিং স্থগিত করা হয়, যতক্ষণ না ৬ আগস্ট, ১৯৯৩ তারিখে একটি ডাক তাঁর জীবন বদলে দেয়। পূর্ববর্তী উপস্থাপক চলে যাওয়ার পর বিজেন্দ্র সিং তাঁকে একটি অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে কাজ করতে বলেন। এই স্বতঃস্ফূর্ত সুযোগটিই ছিল ‘অন্তাক্ষরী’-র শুটিং। এই শো-ই টেলিভিশনের ইতিহাসে তাঁর স্থানকে সুদৃঢ় করে তোলে। তিনি বলেন, “সেদিন, আমাকে বলা হয়েছিল যে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না—এবং আমি আর তাকাইওনি”। 

আরও পড়ুন- Zee Real Heroes Awards 2024 | Kumar Sanu: ‘জীবনকৃতি’ সম্মানে সম্মানিত হলেন গায়ক কুমার শানু…

সিনেমা এবং ওটিটি সম্পর্কে অন্নু কাপুরের দৃষ্টিভঙ্গি

ওটিটি প্ল্যাটফর্মের উত্থানের সঙ্গে সঙ্গে সিনেমার ক্রমবর্ধমান দৃশ্যপট সম্পর্কে মন্তব্য করতে গিয়ে, অন্নু কাপুর বলেন, “আমি মোটেও টিভি দেখি না – সিনেমাও দেখি না, সংবাদ চ্যানেলও দেখি না।” তিনি বর্তমান বক্তাদের মধ্যে হিন্দি এবং ইংরেজি উভয় ভাষায় দক্ষতা কমে যাওয়া, চিন্তা-উগ্রেককারী পর্যবেক্ষণ এবং মনোমুগ্ধকর উপাখ্যানের মিশ্রণ, যা দর্শকদের আনন্দিত করে, সেই প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেছেন।

আরও পড়ুন- Zee Real Heroes Awards 2024: ‘ইমপ্যাক্ট পার্সোনালিটি অফ দ্য ইয়ার’ সম্মানে সম্মানিত অজয় দেবগন…

বহুমুখী কেরিয়ার

অভিনয়, গান গাওয়া থেকে শুরু করে পরিচালনা এবং উপস্থাপনা, ডঃ অন্নু কাপুর একাধিক চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। তাঁর অসাধারণ প্রতিভার জন্য দুটি জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছেন তিনি। জি-র ‘অন্তাক্ষরী’-এর সঙ্গে তাঁর সম্পর্ক, যা এককথায় তার নামের সমার্থক, ভারতীয় টেলিভিশন ইতিহাসের সবচেয়ে প্রিয় অধ্যায়গুলির মধ্যে একটি।

জি রিয়াল হিরোজ অ্যাওয়ার্ডস প্রভাবশালী ব্যক্তিত্বদের সম্মান জানিয়েছে যাঁরা তাংদের অবদানের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছেন। কাপুরের হৃদয়গ্রাহী স্মৃতি এবং কালজয়ী যাত্রা এই জমকালো উদযাপনের একটি বিশেষ আকর্ষণ ছিল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link