Viral Video: মহাকুম্ভ সারা বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ। দেশের নানা প্রান্ত থেকে বহু নাগা সন্ন্যাসীরা এখানে আসেন পুণ্যার্জনের জন্য। আর তাদের দেখতেই ভিড় বাড়ে এই মেলায়। এমনই মেলায় একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়, আর সেই ভিডিয়ো (Mahakumbh 2025) ছড়িয়ে পড়তেই নেটমাধ্যমে তুমুল ভাইরাল। হাজার হাজার ভক্ত, অনুরাগী, তীর্থযাত্রীদের মধ্যে এক ইউটিউবার গিয়েছিলেন এক নাগা সাধুর সঙ্গে দেখা করতে। আর সেই সাধুর সঙ্গে কথোপকথনই কাল হল। হঠাৎ করেই ইউটিউবারের উপরে চটে লাল নাগা সাধু, তেড়ে গেলেন চিমটে নিয়ে। আর এই মুহূর্তই ভিডিয়োতে ধরা পড়েছে। কুম্ভমেলার আধ্যাত্মিক আবহে এই ঘটনা একটা মোচড় এনে দিল যেন।
কেন চটে গেলেন সেই সাধু ?
কুম্ভমেলায় আসা এক নাগা সাধুর তাঁবুতে গিয়ে হাজির হন এক ইউটিউবার। এই নাগা সাধুর নাম নাখোঁ বাবা। তাঁর এক হাত সবসময় উপরে তোলা এবং সেই হাতে কখনও নখ কাটা হয়নি। বড় বড় নখ তার সেই হাতে। সেই ইউটিউবার কনটেন্টের জন্য দর্শকদের আকৃষ্ট করার জন্য এই বাবার কাছে এসে বসেন। সেই সময় তিনি ধ্যানমগ্ন ছিলেন। তাঁকে ইউটিউবার প্রশ্ন করেন যে তিনি কবে থেকে সন্ন্যাসী হয়েছেন। নাগা সাধু উত্তর দেন শৈশব থেকেই। ইউটিউবার আবারও তাঁকে একই প্রশ্ন করেন এবং জিজ্ঞেস করেন, ‘আপনারা ঈশ্বরের কোন ভজন গান করেন ?’ আর এই প্রশ্নেই বিরক্ত হন তিনি। পাশে রাখা চিমটে হাতে তুলে নেন নাগা সাধু, সেই সময় তাঁকে একজন সুপারহিরোর মতই লাগছিল। আর সেই চিমটে নিয়ে ইউটিউবারের দিকে তেড়ে যান তিনি, পিঠে চিমটে দিয়ে মেরে দেন দুই-তিন ঘা। আর প্রাণে বাঁচতে পালিয়ে যান সেই ইউটিউবার। মাইকটাও ফেলে রেখে যান সেই স্থানে। আর এই দেখেই আশেপাশের মানুষ হাসতে শুরু করে।
সমাজমাধ্যমে প্রতিক্রিয়া
মহাকুম্ভের এই নাগা সাধুর ভিডিয়ো দেখে সমাজমাধ্যমে নানারকম প্রতিক্রিয়া দেখা গিয়েছে নেটিজেনদের মধ্যে। অনেকেই এই ঘটনার মধ্যে হাসির রসদ পেয়েছেন, একে অনেকে বলেছেন ‘চিমটে ট্রিটমেন্ট’। ‘সাধুদের উল্টোপাল্টা প্রশ্ন করলে এমনই হবে’, লিখেছেন এক নেটিজেন। আবার একজন স্পষ্ট বলেন যে ইউটিউবার যেমন কনটেন্ট চেয়েছিল, তার থেকেও বাড়তি অনেক কিছু পেয়ে গিয়েছে।
আরও পড়ুন: Harsha Richhariya: ইনফ্লুয়েন্সার থেকে সাধ্বী ! কুম্ভমেলায় ‘ভাইরাল’ এই মহিলা; চেনেন হর্ষ রিচারিয়াকে ?
আরও দেখুন
+ There are no comments
Add yours