NOW READING:
Chinmoy Krishna Das: চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদন এবার বাংলাদেশ হাইকোর্টে, সোমবার শুনানির আশায় আইনজীবীরা
January 14, 2025

Chinmoy Krishna Das: চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদন এবার বাংলাদেশ হাইকোর্টে, সোমবার শুনানির আশায় আইনজীবীরা

Chinmoy Krishna Das: চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদন এবার বাংলাদেশ হাইকোর্টে, সোমবার শুনানির আশায় আইনজীবীরা
Listen to this article


অয়ন ঘোষাল: চট্টগাম আদালতে একাধিকবার প্রাক্তন ইস্কন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদেন খারিজ হয়েছে। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনেছে পুলিস। এমনকি চিন্ময়কৃষ্ণের পক্ষে বহু আইনজীবী আদালতে দাঁড়াতেও ভয় পাচ্ছেন। এরকম এক পরিস্থিতি আগামী ২০ জানুয়ারি চিন্ময়কৃষ্ণের জামিনের শুনানি হতে পারে বাংলাদেশ হাইকোর্ট।

আরও পড়ুন-মালদহে ফের খুন তৃণমূল কর্মী! জখম আরও দুজন, উত্তেজনা এলাকায়…

আগামী সোমবার হাইকোর্টে ৩১৭ নম্বর সিরিয়াল নম্বর হিসেবে চিন্ময়কৃষ্ণের জামিনের শুনানির আবেদন গৃহীত হয়েছে। এর আগে চট্টগ্রাম আদালতে চিন্ময়কৃষ্ণ দাসের শুনানি হয় বাতিল হয়ে গিয়েছে নয়তো আইনজীবী উপস্থিত না হওয়ায় শুনানিই শুরু করা যায়নি। চিন্ময়কৃষ্ণের আইনজীবীরা হাইকোর্টে একাধিকবার জামিনের শুনানির আবেদন করেছেন। এতদিনে তা গৃহীত হয়েছে।

কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস এনিয়ে বলেন, চট্টগ্রাম নগর দায়রা আদালতে যে জামিনের শুনানি হয়নি তা হাইকোর্টে হতে পারে। এমনটাই আশা করা হচ্ছে। ৩১৭ নম্বরে চিন্ময়কৃষ্ণের মামলা লিস্টেড হয়েছে। আশা করছি হাইকোর্ট ওঁকে জামিন দেবেন। নিম্ন আদালতে চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পরই ওঁর আইনজীবীরা হাইকোর্টে আবেদন করেন।

চট্টগ্রামের নগর দায়রা আদালতে পুলিস ও প্রশাসন জানিয়েছিল, দেশের জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা উড়িয়েছেন চিন্ময়। তাঁকে ছাড়লে আরও লোক জড়ো করতে পারেন। এতে পরিবেশ নষ্ট হতে পারে। পাশাপাশি, জিজ্ঞাসাবাদে উস্কানিমূলক বক্তৃতা করার কথাও চিন্ময় স্বীকার করেছেন বলেও দাবি করে পুলিস। রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের হয় তাঁর বিরুদ্ধে।

চিন্ময়কৃষ্ণের আইনজীবীদের দাবি ছিল, চিন্ময়কৃষ্ণ একজন দেশপ্রেমী। সবসময় দেশকে অগ্রাধিকার দিয়ে এসেছেন। তিনি সন্ন্যাসী। এসবের সঙ্গে যুক্ত নন। এর পরও চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। এরপর হাইকোর্টে আবেদন করেন চিন্ময়কৃষ্ণের আইনজীবীরা। সোমবার সেই মামলার শুনানি হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link