Calcutta High Court: এবার রিঙ্গার ল্যাকটেট স্যালাইন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা। জোড়া মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির। আগামী বৃহস্পতিবার প্রথম মামলা হিসাবে হবে শুনানি। মামলা দায়ের বিজয় সিংহল এবং কৌস্তভ বাগচীর। ‘২০২৪ এর মার্চে কর্ণাটক স্যালাইন প্রস্তুতকারী সংস্থাকে নিষিদ্ধ করার পরেও রাজ্যে কীভাবে ব্যবহার?’ প্রশ্ন তুলে হাইকোর্টে দায়ের মামলা। চলতি মাসেও আর.জি কর হাসপাতালে এই স্যালাইন ব্যবহার করা হয়েছে, দাবি মামলাকারীর। ‘বিষাক্ত’ স্যালাইনে গুরুতর অসুস্থ ৩ প্রসূতি, আনা হল কলকাতায়। গ্রিন করিডর করে ৩ প্রসূতিকে আনা হল কলকাতায় ‘বিষাক্ত’ স্যালাইনে গুরুতর অসুস্থ ৩ প্রসূতি, আনা হল কলকাতায়। গ্রিন করিডর করে ৩ প্রসূতিকে আনা হল কলকাতায়। মেদিনীপুর মেডিক্যাল থেকে ৩ প্রসূতিকে SSKM-এ আনা হয়েছে। এদের মধ্যে দুইজনকে ভেন্টিলেশন সাপোর্ট সিস্টেম রাখা হয়েছে ! শেষ অবধি পাওয়া খবরে, আজকে রাতে কোনও মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হবে না। প্রসূতিদের শারীরিক অবস্থা একইরকম রয়েছে। যাত্রাপথের মধ্যে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হয়নি। রাস্তায় মাঝপথে শুধু কোলাঘাটের কাছে কিছুক্ষণের জন্য অ্যাম্বুলেন্স থামাতে হয়েছিল।এক চিকিৎসক বলেন চিকিৎসক থামানোর জন্য। এক রোগীনির অবস্থা স্থিতিশীল করে আবার অ্যাম্বুলেন্স রওনা দেয়। এছাড়া আর যাত্রাপথের মধ্যে আর অ্যাম্বুলেন্স কোথাও দাড়ায়নি।
+ There are no comments
Add yours