Stock Market: ভারতে এডুকেসন বিজনেসের বাজার অনেক বড় এবং তা ক্রমেই সমৃদ্ধ হয়ে চলেছে। এই সেক্টরে বহু এমন সংস্থা আগে থেকেই কোটি কোটি টাকার (Share Market) ব্যবসা করে চলেছে। মাত্র কয়েক বছরেই ইউনিকর্ন সংস্থায় (Multibagger Stock) পরিণত হয়েছে এমন উদাহরণও বিরল নয়। এমনই একটি এডুকেশন সেক্টরের সংস্থা দিয়েছে মাল্টিব্যাগার রিটার্ন। বিগত ৫ বছরে এই সংস্থার স্টকে ৩৪ হাজার গুণ রিটার্ন এসেছে। এই সংস্থার বাজার মূলধন রয়েছে ২৫৯৬.৩৫ কোটি টাকা। এই সংস্থা মূলত স্কিল ডেভেলপমেন্ট কোর্স করায়, বিভিন্ন সেক্টরে প্রশিক্ষণ দিয়ে থাকে। বিগত ৬ মাসেই এই সংস্থার স্টকে ৩৬৩ শতাংশ রিটার্ন এসেছে।
৩৪০০০ গুণ রিটার্ন এই স্টকে
সংস্থার নাম ভ্যান্টেজ নলেজ অ্যাকাডেমি। শেষ তিন মাসের মধ্যে এই স্টকে এসেছে ৯১ শতাংশ রিটার্ন অর্থাৎ টাকা একবারে দ্বিগুণ হয়ে গিয়েছে। আর এক বছরে ১৭০০ শতাংশেরও বেশি মুনাফা দিয়েছে এই স্টক। এখন এই স্টকের দাম ট্রেড করছে ২২৮ টাকার আশেপাশে। এই স্টকের ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর রয়েছে ২৭১ টাকা এবং সর্বনিম্ন স্তর রয়েছে ১২.২ টাকা। আর বিগত ৫ বছরের হিসেবে এই স্টক থেকেই বিনিয়োগকারীরা ৩৪ হাজার গুণ রিটার্ন পেয়েছেন। আর অল টাইম রিটার্নের দিকে তাকালে তা রয়েছে ১৮ হাজার গুণ। বিগত ৫ দিনের মধ্যেই এই স্টকে বিনিয়োগ করে ২১.৪৯ শতাংশ মুনাফা করেছেন বিনিয়োগকারীরা।
ডিভিডেন্ড ও বোনাস শেয়ারও দেবে সংস্থা
এই ভ্যান্টেজ নলেজ অ্যাকাডেমি ২০২৫ অর্থবর্ষে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড ও বোনাস শেয়ার দেওয়ার কথাও ঘোষণা করেছে। সংস্থার বোর্ড অফ ডিরেক্টরসের অনুমতিক্রমে এই সংস্থা ০.১০ টাকা হিসেবে অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড দেবে বিনিয়োগকারীদের। ১৭ জানুয়ারি ২০২৫ রয়েছে এই সংস্থার স্টকের ডিভিডেন্ডের রেকর্ড ডেট। এছাড়াও এই সংস্থা বিনিয়োগকারীদের জন্য ২:১ অনুপাতে বোনাস শেয়ারও ঘোষণা করেছে। গত শুক্রবারের বাজারে এই ভ্যান্টেজ নলেজ অ্যাকাডেমির স্টক একদিনেই ৪.৯৯ শতাংশ বেড়ে গিয়েছিল।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: 90 Hour Work Week: ‘আমার স্ত্রী খুব সুন্দরী, তাকিয়ে থাকতে ভাল লাগে’, ৯০ ঘণ্টা কাজ বিতর্কে পাল্টা জবাব আনন্দ মহিন্দ্রার
আরও দেখুন