# Tags
#Blog

Tiku Talsania: প্রিমিয়ারে গিয়ে হঠাত্‍ই অসুস্থ‌! হৃদরোগ নয় বেনস্ট্রোক আক্রান্ত টিকু তালসানিয়া, জানালেন স্ত্রী…

Tiku Talsania: প্রিমিয়ারে গিয়ে হঠাত্‍ই অসুস্থ‌! হৃদরোগ নয় বেনস্ট্রোক আক্রান্ত টিকু তালসানিয়া, জানালেন স্ত্রী…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হৃদরোগে আক্রান্ত হয়ে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা টিকু তালসানিয়া (tiku Talsania)। এমন খবর ছড়ালেও পরিবারের তরফে জানানো হয় হৃদরোগ নয়, ব্রেনস্ট্রোকে আক্রান্ত তিনি। নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ছিলেন টিকু। একাধিক বলিউড সিনেমা ও হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা। আচমকাই ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি। অত্যন্ত সংকটজনক অবস্থায় অভিনেতাকে ভর্তি করা হয়েছে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে। শুক্রবার মধ্যরাতে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন এই জনপ্রিয় অভিনেতা। এই মুহূর্তে চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন তিনি।

আরও পড়ুন- Sara Sengupta: সলমানের হাত ধরে বলিউডে ডেবিউ সারার, যীশু-নীলাঞ্জনার বিচ্ছেদের মাঝেই সুখবর কন্যার…

থিয়েটার থেকেই অভিনয় শুরু করেছিলেন টিকু তালসানিয়া। তারপর বলিউডে পা। প্রথম থেকেই কমেডি চরিত্রে অভিনয় করে মন জয় করেছিলেন তিনি। গুজরাটি থিয়েটারে মূলত অভিনয় করতেন টিকু। ‘দিল হ্যায় কি মানতা নেহি’, ‘উমার ৫৫ কি দিল বাচপন কা’, ‘বোল রাধা বোল’, ‘মিস্টার বেচারা’-তে কমেডি চরিত্রে অভিনয় করে দর্শনকদের মন জিতে নিয়েছিলেন অভিনেতা। 

শুক্রবারও একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ভাইরাল হয়েছে একটি ছবি। যে ছবিতে রশ্মি দেসাইয়ের সঙ্গে দেখা যায় তাঁকে। অভিনেত্রী জানান, ভালোই ছিলেন টিকু। তাহলে হঠাত্‍ কী হল অভিনেতার? তা নিয়েই চিন্তা রশ্মির। শনিবার অভিনেতার স্ত্রী জানান যে ‘হৃদরোগে নয়, ব্রেনস্ট্রোক হয়েছে টিকুর। প্রিমিয়ারে গিয়েছিলেন তিনি। এরপরেই রাত ৮টা নাগাদ অসুস্থ হয়ে পড়েন। তখনই হাসপাতালে ভর্তি করা হয়’। 

আরও পড়ুন- Ritabhari Chakraborty Wedding: বিয়ের পিঁড়িতে ঋতাভরী! কবে, কোথায় বসছে বিয়ের আসর?

টিকু তালসানিয়ার দীর্ঘ ফিল্মি কেরিয়ারে উল্লেখযোগ্য সিনেমাগুলির মধ্যে রয়েছে ‘ইশক’, ‘কুলি নম্বর ১’, ‘জোড়ি নাম্বার ১’, ‘দেবদাস’, ‘বাড়ে মিঞা ছোটে মিঞা’, ‘বিরাসাত’ এর মতো সিনেমা।  আন্দাজ আপনা আপনা, স্পেশাল ২৬, দেবদাস, উত্তরণ সহ একাধিক সিনেমায় ও টিভি নাটকে কাজ করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন টিকু। গোবিন্দার সঙ্গে জুটি বেঁধে বহু সিনেমায় মন জয় করেছেন অভিনেতা। সিনেমার পাশাপাশি সিরিয়ালেও অভিনয় করেছেন টিকু। সর্বশেষ ২০২৪ সালে মুক্তি প্রাপ্ত ‘ভিকি বিদ্যা কা বো-ওয়ালা ভিডিও’তে অভিনয় করেছেন টিকু তালসানিয়া। এতে ছিলেন তৃপ্তি দিমরি ও রাজকুমার রাও।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal