মালদার তৃণমূল নেতা দুলাল সরকারকে আক্রমণের চক্রান্তে সামিল তাঁরই ঘনিষ্ঠ কেউ?
<p>ABP Ananda LIVE : মালদার তৃণমূল নেতা দুলাল সরকারকে খুনের চক্রান্তে সামিল তাঁরই ঘনিষ্ঠ কেউ? পুলিশ সূত্রে খবর, ঘনিষ্ঠদের নিয়েই ঘোরাফেরা করতেন মালদার তৃণমূল জেলা সহ সভাপতি। খুনের দিন কিন্তু একাই ছিলেন দুলাল, তাঁর ঘনিষ্ঠরা ব্যস্ত ছিলেন নববর্ষের কার্নিভাল নিয়ে। এই একা থাকার সুযোগ নিয়েছিল আততায়ীরা। প্রশ্ন উঠছে, তৃণমূল নেতা ওইদিন একা থাকবেন, তার আগাম খবর কীভাবে পৌঁছল দুষ্কৃতীদের কাছে? পুলিশের দাবি, খুনের আগে, খুনের দিন ও খুনের পর, একাধিক টেলিফোনিক কথাবার্তার প্রমাণ মিলেছে। কার সঙ্গে কী কথা হয়েছিল জানতে, অভিযুক্ত অমিত রজকের মোবাইলে ফরেন্সিক পরীক্ষা হবে। ডিজিটাল তথ্য থেকে তৃণমূল নেতার খুনের ‘আসল মাথা’র হদিশ মিলতে পারে, ধারণা তদন্তকারীদের।</p>
<p> </p>
<p><strong>এবার মেখলিগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দিতে বাধা: </strong></p>
<p>এদিকে, মালদার পর কোচবিহার, ফের সীমান্তে উস্কানি বাংলাদেশের। এবার মেখলিগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দিতে বাধা। কাঁটাতার দিতে বাধা BGB ও বাংলাদেশি নাগরিকদের। কাঁটাতারহীন সীমান্ত দিয়ে অবাধে গরু পাচারের অভিযোগ। অবাধে গরু পাচারের সুযোগ করে দিতেই কাঁটাতার দিতে বাঁধার অভিযোগ। </p>
Source link