কলকাতা: টার্গেট ১ কোটি, সময় বাড়িয়েও অর্ধেক পূরণে ব্যর্থ বিজেপি! সদস্য সংগ্রহে ৫০ লক্ষও পেরোতে পারল না বঙ্গ বিজেপি। ১ কোটির টার্গেট, অর্ধেকের আগেই আটকে গেল বঙ্গ বিজেপি: সূত্র । সদস্য সংগ্রহের টার্গেট পূরণ করতে গিয়ে বঙ্গ বিজেপি নাস্তানাবুদ । ১ মাসে ১ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা অমিত শাহের । ১০ জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়ে, পুরস্কারের টোপ দিয়েও ‘ফেল’!
কেন্দ্রীয় এজেন্সির ‘নিষ্ক্রিয়তা’ থেকে আবাসে টাকা ‘আটক’। ‘বিজেপির থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন সাধারণ মানুষ’। দলের সক্রিয় নেতাদেরই কাজে না লাগানোর অভিযোগ। এভাবে হবে না, আরও সিরিয়াস হতে হবে: প্রাক্তন সহ সভাপতি। নতুন যখন রাজ্য সভাপতি হবেন, তাহলে এত দেরি কেন? তথাগত। সবটাই দলের সাংগঠনিক বিষয়, এত ভাবার প্রয়োজন নেই, বলেছেন শমীক । ৭৯ হাজার বুথে বিজেপির ‘সক্রিয় সদস্য’ ৪৪ হাজারেই আটকে গেল। রাজ্যের সব বুথে একজন করেও সক্রিয় সদস্য তৈরি করতে ব্যর্থ! ২৭ অক্টোবর, ১ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা অমিত শাহের। ৩০ নভেম্বর, কর্মসূচি শেষ হলেও প্রথমে ৩১ ডিসেম্বর, পরে ১০ জানুয়ারি পর্যন্ত সময়বৃদ্ধি।
আরও পড়ুন, তৃণমূল থেকে সাসপেন্ড শান্তনু-আরাবুল !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন
+ There are no comments
Add yours