# Tags
#Blog

Donald Trump | Gulf of Mexico: মেক্সিকো উপসাগরের নাম পাল্টে ‘গাল্ফ অফ আমেরিকা’ রাখতে চান ট্রাম্প! কেন?

Donald Trump | Gulf of Mexico: মেক্সিকো উপসাগরের নাম পাল্টে ‘গাল্ফ অফ আমেরিকা’ রাখতে চান ট্রাম্প! কেন?
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (President-elect Donald Trump) বলেছেন, তিনি মেক্সিকো উপসাগরের (গালফ অব মেক্সিকো) নাম বদলে আমেরিকা উপসাগর (গালফ অব আমেরিকা) করার পরিকল্পনা করছেন। তিনি বলেছেন, এই পদক্ষেপটি উপযুক্ত হবে। একই সঙ্গে অভিবাসী ইস্যুতে মেক্সিকো সরকারের কড়া সমালোচনা করেছেন ট্রাম্প। কানাডাকে আমেরিকার ৫১তম প্রদেশ বানানোর কথা বলার পরে ফের বোম ফাটালেন ডোনাল্ড।

আরও পড়ুন: Bodies Found In Plane’s Wheel: ভয়ংকর! ল্যান্ড করার পরে চোখে পড়ল বিমানের চাকায় পচাগলা একাধিক দেহ…

মঙ্গলবার ফ্লোরিডার মার-এ-লাগোতে এক সংবাদ সম্মেলনে গাল্ফ অফ মেক্সিকো নিয়ে এইসব মন্তব্য করেন ট্রাম্প। সেই সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করতে যাচ্ছি। যেখানে একটি সুন্দর বলয় রয়েছে।  অনেকগুলি অঞ্চলকে ছুঁয়ে থাকে এই উপসাগর। এর উপযুক্ত নাম আমেরিকা উপসাগর। কী সুন্দর নাম! এটিই ঠিকঠাক!

প্রসঙ্গত, সম্প্রতি কানাডাকে আমেরিকার অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন ট্রাম্প। হোয়াইট হাউসে দ্বিতীয় বারের জন্য প্রবেশ করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ফের একবার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে তিনি শপথ নেবেন আগামী ২০ জানুয়ারি। এদিকে তার আগেই আমেরিকার সীমানাবৃদ্ধির পক্ষে সওয়াল করলেন। কানাডার প্রধানমন্ত্রিত্বের পদ জাস্টিন ট্রুডো ত্যাগ করছেন বলে ঘোষণা করর পরেই কানাডাকে আমেরিকার অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো প্রসঙ্গে বলেন, মেক্সিকো সরকারকে লাখ লাখ লোককে আমাদের দেশে প্রবেশের অনুমতি দেওয়া বন্ধ করতে হবে। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে মেক্সিকো থেকে আসা অভিবাসীদের ঠেকাতে সীমান্তে উঁচু প্রাচীর তৈরির কাজ শুরু করিয়েছিলেন ট্রাম্প। নিজের দ্বিতীয় ইনিংসের মুখে প্রতিবেশী দেশটিকে আবারও নিশানা করে ট্রাম্প বলেন, মেক্সিকো বিপজ্জনক দেশ!

আরও পড়ুন: Tibet Earthquake Update: মৃত্যু ১২৬, আহত ২০০! বিপদের মুখ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৩০ হাজার মানুষকে…

এর আগে মজা করে কখনও-সখনও কানাডা দখল করে নেওয়ার ইঙ্গিত, কখনও গ্রিনল্যান্ড কিনে নেওয়ার প্রস্তাব করেছেন ট্রাম্প, কখনও পানামা খাল পুনর্দখলের বার্তাও দিয়েছেন। এবার গাল্ফ অফ মেক্সিকো নিয়ে ফের নতুন বিতর্কের জন্ম দিলেন তিনি। কী হবে আগামী ২০ জানুয়ারির পরে? সংশ্লিষ্ট সকলেই কিন্তু প্রমাদ গুণছেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal