সীমান্তে ফেন্সিং দেওয়া নিয়ে ধুন্ধুমার, কেন আপত্তি বাংলাদেশের?

Estimated read time 1 min read
Listen to this article


করুণাময় সিংহ, মালদা: মালদায় ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দিতে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে ধুন্ধুমার। কিন্তু সীমান্তের সর্বত্র ফেন্সিং দেওয়া হলে বাংলাদেশের আপত্তি কেন? বিশেষজ্ঞরা বলছেন, এতে জঙ্গি অনুপ্রবেশে সমস্য়া হবে। গরু পাচার, স্মাগলিং, জাল নোট ভারতে ঢোকানো বন্ধ হয়ে যাবে। তাতেই সমস্য়া হবে বাংলাদেশের। আর সে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টাই সম্প্রতি প্রকাশ্য়ে গরুচোরদের পাশে দাঁড়িয়েছেন। 

মালদায় ভারত-বাংলাদেশ সীমান্তে কাটাতার লাগাতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। কার্যত নজিরবিহীন ছবি উঠে এল সীমান্ত থেকে। উঠল মুর্হুমুহ স্লোগান। কিন্তু, নানা মহলে প্রশ্ন উঠছে, সীমান্তে সর্বত্র কাঁটাতার হলে বাংলাদেশের আপত্তির কী আছে? বিশেষজ্ঞদের একাংশ বলছেন, সীমান্তের সর্বত্র ফেন্সিং হয়ে গেলে জঙ্গি অনুপ্রবেশে সমস্য়া তৈরি হবে। গরু পাচারও আটকে যাবে। যা কখনও চায়না বাংলাদেশ। এর পাশাপাশি স্মাগলিং, জাল নোট ভারতে ঢোকানো হিন্দুদের ওপর অত্য়াচার করে এপারে পাঠিয়ে দেওয়া, ফেন্সিং হয়ে গেলে এসবেও বাংলাদেশের সমস্য়া হবে।

ইউনূস সরকার যে কোনওভাবেই চায় না গরু পাচার বন্ধ হোক, তা সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার কথা থেকেই স্পষ্ট হয়ে গেছে। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী বলেন, “গরুচোর ব্য়তীত এইখান দিয়ে যদি অন্য় কোনওরকমের ক্ষেত্রে আমরা কিন্তু সীমান্তে কোনওরকমের ছাড় দেব না। এই ১৫ বছরে কিন্তু তারা বহু সুবিধা নিয়ে নিয়েছে আমাদের থেকে। এখন যেহেতু তারা সুবিধা পাচ্ছেনা দেখে বিভিন্ন ধরনের প্রচারণা করছে।”

এরইমধ্য়ে বাংলাদেশের ঝালকাঠিতে এক হিন্দু যুবককে নৃশংসভাবে খুন করা হয়েছে। রক্তাক্ত, মাথা থেতলানো অবস্থায় উদ্ধার করা হয়েছে তাঁর মৃতদেহ। মৃতের নাম সুদেব হালদার। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক সুশান্ত দাশগুপ্ত বলেন, “আজ বাংলাদেশের জালোকাঠিতে সকালবেলা সুদেব হালদার নামে এক মোবাইল ব্য়বসায়ীকে গলা কেটে হত্য়া করা হয়েছে। সুদেব হালদারকে খুন করা হয়েছে শুধুমাত্র সে ধর্মে হিন্দু বলে। হিন্দুদের খুন করে, বাংলাদেশি হিন্দুদের একটা বার্তা দেওয়া হচ্ছে, ইউনূস প্রশাসনের মাধ্য়মে এই মেসেজটা আসছে, হিন্দুরা এই দেশে থাকতে পারবে না।”

এদিকে BSF-BGB সংঘাতের পর আজ থমথমে মালদার বৈষ্ণবনগরের শুকদেবপুর গ্রাম। BSF-এর নজরদারিতে ভারত-বাংলাদেশের খোলা সীমান্তে কাঁটাতারের বেড়া লাগানোর কাজ চলছে। সীমান্তের এ পারে মালদহের বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকা। ও পারে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকা।

আরও পড়ুন: Sonarpur Oil Controversy: বাড়িতে কালো তরলের স্রোত, জৈব তেলের স্তর, অনুমান বিশেষজ্ঞদের

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours