NOW READING:
East Bengal | Kolkata Derby: মহারণের আগে মশালবাহিনীর মাস্টারস্ট্রোক, অস্কারের সংসারে এলেন আগুনে বিদেশি!
January 7, 2025

East Bengal | Kolkata Derby: মহারণের আগে মশালবাহিনীর মাস্টারস্ট্রোক, অস্কারের সংসারে এলেন আগুনে বিদেশি!

East Bengal | Kolkata Derby: মহারণের আগে মশালবাহিনীর মাস্টারস্ট্রোক, অস্কারের সংসারে এলেন আগুনে বিদেশি!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ১১ জানুয়ারি বছরের প্রথম ডার্বি (Kolkata Derby)। ইন্ডিয়ান সুপার লিগে মুখোমুখি দুই প্রধান ইস্টবেঙ্গল-মোহনবাগান (Mohun Bagan vs East Bengal), মহারণের আগে মশালবাহিনী দিল মাস্টারস্ট্রোক, অস্কার ব্রুজোঁর সংসারে এলেন আগুনে বিদেশি! এবার ক্লেটন সিলভা, দিমিত্রিয়াস দিয়ামানতাকোসের সঙ্গে ফরেয়ার্ড লাইনে জুড়ে গেলেন ভেনেজুয়েলার জাতীয় দলের ফরোয়ার্ড রিচার্ড সেলিস (Richard Celis Joins East Bengal FC)। চলতি মরসুমের শেষ পর্যন্ত লাল-হলুদ সেলিসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বলেই জানানো হয়েছে ক্লাবের তরফে বিবৃতি দিয়ে। 

আরও পড়ুন: মুম্বইয়ের কাছে অসহায় আত্মসমর্পণ! ডার্বির আগে চরম হতাশ করল ইস্টবেঙ্গল….

রিচার্ড সেলিস একজন বহুমুখী অ্যাটাকার। লেফট উইঙ্গার এবং সেন্টার ফরোয়ার্ড হিসেবেই খেলতে পারেন, সেলিসের বায়োডেটা বলছে, তিনি ভেনেজুয়েলার বেশ কয়েকটি প্রথমসারির ক্লাবে খেলেছেন। তালিকায় আছে অ্যাটলেটিকো ভেনিজুয়েলা সিএফ, ডেপোর্টিভো জেবিএল, কারাকাস এফসি এবং অ্যাকাডেমিয়া পুয়ের্তো ক্যাবেলোতে। এছাড়া রয়েছে কলম্বিয়ার মিলোনারিওস এফসি এবং স্লোভাকিয়ার এফকে সেনিকাতে। দেশের হয়ে ফিফা বিশ্বকাপের বাছাই পর্বে খেলার পাশাপাশি কোপা আমেরিকাতে খেলেছেন তিনি। ২৮ বছর বয়সী ফুটবলারের অভিজ্ঞতা প্রশ্নাতীত। ঘরোয়া লিগ ও  টপ-টিয়ারের কোপা লিবার্টাডোরেরেসের ক্লাব ম্যাচ মিলে ২৫০-এর বেশি গোল করেছেন।কারাকাসকে ২০১৯ সালে ভেনেজুয়েলার প্রিমিয়র ডিভিশন শিরোপা জেতাতে সাহায্য করার পাশাপাশি ২০২২ সালে মিলোনারিওসকে কোপা কলম্বিয়া জিতিয়েছেন। 

সেলিস ইস্টবেঙ্গলে যোগ দিয়ে বলেছেন, ‘আমি ইস্টবেঙ্গলে যোগ দিয়ে রোমাঞ্চিত, ক্লাবের সমৃদ্ধ ইতিহাসের সঙ্গে জুড়ে রয়েছেন আবেগি ভক্তরা। আমার কেরিয়ারের নতুন অধ্যায় শুরু করতে চলেছি। ভারতীয় ফুটবলে খেলার সুযোগ এবং চ্যালেঞ্জ নেওয়ার জন্য় আর অপেক্ষা করতে পারছি না, জয় ইস্টবেঙ্গল।’ সেলিসকে পেয়ে অস্কার বলেছেন, ‘রিচার্ডের প্রতিভা এবং দক্ষতা আমরা জানি, আশা করি। ইস্টবেঙ্গলের মূল্যবোধকে মূর্ত করার প্রতিশ্রুতি ও সংকল্প ওর ভিতরে থাকব। এও আশা করি যে ও দ্রুত সাফল্যে পেয়ে দলের জন্য় উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।’ ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের এগারো নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। মূল পর্বে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবুও নতুন ফুটবলার সই করিয়ে মরিয়া চেষ্টা করছে লাল-হলুদ।

আরও পড়ুন: ভাগচাষী বাবা দিতে পারেননি বুট, আজ ছেলে সন্তোষ চ্যাম্পিয়ন! অঝোরে কাঁদছে পরিবার…

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link