‘প্রতি সপ্তাহে দুঃস্বপ্ন, মৃত্যুমিছিল চলছে রেল ট্র্যাকে, কতদিন সহ্য করব?’ পোস্ট মমতার

Estimated read time 1 min read
Listen to this article



<p>’ফের একটা ভয়াবহ রেল দুর্ঘটনা। ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে কয়েকজনের মৃত্যু হয়েছে। প্রতি সপ্তাহে দুঃস্বপ্ন, এই মৃত্যুমিছিল চলছে রেল ট্র্যাকে, এই কি সরকার চলার নমুনা? কতদিন আমরা এসব সহ্য করব? সরকারের অপদার্থতা কি কোনওদিনই শেষ হবে না?’ রেল দুর্ঘটনার পরে সোশাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।</p>
<p>ফের ট্রেন দুর্ঘটনা, গত ২ মাসে তিন-তিনবার দুর্ঘটনার কবলে পড়লেন যাত্রীরা । এবার ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে বেলাইন মুম্বইগামী হাওড়া-CSMT এক্সপ্রেস । লাইনচ্যুত হয়েছে ট্রেনের ১৮টি বগি । দুর্ঘটনায় মৃত ২, আহত ২০, খবর সংবাদসংস্থা PTI সূত্রে । সূত্রের খবর, আগেই দুর্ঘটনায় বেলাইন হওয়া মালগাড়ির বগিতে ধাক্কা এক্সপ্রেসের। ওই বগিগুলির সঙ্গে ধাক্কা লেগেই মুম্বইগামী হাওড়া-CSMT এক্সপ্রেস লাইনচ্যুত হয়, খবর সূত্রের। চক্রধরপুর থেকে রওনা দিয়েছে রিলিফ ট্রেন, দুর্ঘটনাস্থলে শুরু হয়েছে উদ্ধারকাজ। হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক, নম্বর দুটি হল 033-26382217 এবং 94333-57920।</p>



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours