বাংলাদেশে নৈরাজ্য ফিরতেই প্রকাশ্যে বঙ্গবন্ধুর হত্যাকারী! ‘আমরা হিন্দুত্ববাদী ভারতের..’
![বাংলাদেশে নৈরাজ্য ফিরতেই প্রকাশ্যে বঙ্গবন্ধুর হত্যাকারী! ‘আমরা হিন্দুত্ববাদী ভারতের..’ বাংলাদেশে নৈরাজ্য ফিরতেই প্রকাশ্যে বঙ্গবন্ধুর হত্যাকারী! ‘আমরা হিন্দুত্ববাদী ভারতের..’](https://i3.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/05/aca28404c4a15d281d9926783606b2791725512487811219_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
বাংলাদেশ: বাংলাদেশে নৈরাজ্য ফিরতেই প্রকাশ্যে মুজিবের হত্যাকারী! কট্টরপন্থীদের যুদ্ধের জিগিরের মধ্যেই বঙ্গবন্ধুর খুনির আস্ফালন! নোবেল শান্তি প্রাপকের জমানায় বঙ্গবন্ধুর হত্যাকারীর হুঙ্কার! মৌলবাদীদের পথে বাংলাদেশের যুদ্ধের জিগির, এবার উস্কানি মুজিব হত্যাকারীর! খাদের কিনারায়, আত্মহননের পথে বাংলাদেশ!
বাংলাদেশের বাইরে বসে ভারতের বিরুদ্ধে মেজর ডালিমের উস্কানি !কয়েক দশক অন্তরালে থাকার পর প্রকাশ্যে শরিফুল হক ডালিম। মুজিব হত্যায় অন্যতম অভিযুক্ত মেজর ডালিম।’ আমরা হিন্দুত্ববাদী ভারতের কব্জায় চলে গেছি। এই অবস্থা থেকে বেরোতে আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে। একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে’, না হলে এই বিপ্লব ব্যর্থতায় পরিণত হবে, মন্তব্য মেজর ডালিমের। অরাজকতা শুরু হতেই অনলাইন পোর্টালে মেজর ডালিমের সাক্ষাৎকার। মুজিবর রহমান খুনের পর থেকেই বাংলাদেশ থেকে ফেরার মেজর ডালিম।
আরও পড়ুন, সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে এবার কড়া নির্দেশিকা ! যা বলল স্বাস্থ্য দফতর…
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন