জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সারা পৃথিবী জানে হকিতে ভারত বরাবরই দুরন্ত। টোকিও অলিম্পিক্সের ব্রোঞ্জজয়ীরা। প্রথম ম্যাচে নিউজ়িল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে হরমনপ্রীতরা প্য়ারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) অভিযান শুরু করেছিল। এবার দ্বিতীয় ম্য়াচে আর্জেন্টিনার কাছে আটকে গেল হরমনপ্রীত সিংরা (India vs Argentina Men’s Hockey, Paris Olympics 2024)। কার্যত হারা ম্যাচ ড্র করল ভারত।
আরও পড়ুন: মঙ্গলে ফের পদক মনুর? সোমে সরবজ্যোতকে নিয়ে তৈরি করলেন স্বপ্নের মঞ্চ
২০১৬ সালে রিও অলিম্পিক্সেই আর্জেন্টিনা চ্য়াম্পিয়ন হয়েছিল। লিয়োনেল মেসির দেশের ফুটবলে যে গরিমা রয়েছে, তার ধারে কাছেও নেই হকিতে। অন্য়দিকে ভারত অলিম্পিক্সের মঞ্চে মোট আটবার সোনা জিতেছে। এদিন প্রথম কোয়ার্টারে দুই দলই পেনাল্টি পেয়েছিল। কিন্তু কেউই কাজে লাগাতে পারেনি। তবে দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই আর্জেন্টিনা এগিয়ে যায়। ২২ মিনিটে ১-০ করেন লুকাস মার্টিনেজ। ৬০ মিনিটের খেলায় ভারত ৫৮ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল। হরমনপ্রীত ৫৯ মিনিটে পেনাল্টিতে গোল করে সমতা ফেরান। আর এই হরমনপ্রীতই ভারতের বাজি এবার। কারণ হকিতে যে দেশ পেনাল্টি কর্নার ভালো নেয়, সে দলেরই পদক জয়ের সম্ভাবনা বেশি থাকে। হরমনপ্রীত পেনাল্টিতে নিজেকে নিয়ে গিয়েছেন অন্য় পর্যায়ে।
২০০৪ অলিম্পিক্সে ২-২ ড্র করেছিল ভারত-আর্জেন্টিনা। ২০ বছর পর আবার ড্র করল দুই দেশ। অলিম্পিক্সে ১০বার মুখোমুখি হয়েছে দুই দেশ। তার মধ্য়ে ভারতই জিতেছে ৮ বার। মাত্র একবারই জিতেছে আর্জেন্টিনা। এদিন ভারত যদি একাধিক সুযোগ নষ্ট না করত, তাহলে জিতেই মাঠ ছাড়তে পারত। এদিন ভারতের খেলা দেখতে মাঠে ছিলেন কিংবদন্তি ক্রিকেটার ও ভুবনজয়ী কোচ রাহুল দ্রাবিড়। আন্তর্জাতিক হকি ফেডারেশনের আমন্ত্রণেই এসেছিলেন তিনি।
আরও পড়ুন: গম্ভীরের দলে চর্চায় এই ক্রিকেটার, তিনিই পাবেন ‘বাড়তি অ্যাডভান্টেজ’! বোঝালেন পাঠান
গতবারের চ্যাম্পিয়ন বেলজিয়াম ছাড়াও ভারতের গ্রুপে রয়েছে আর্জেন্টিনা, নিউজিল্যান্ড,অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষ। গ্রুপ থেকে চারটি দল যাবে পরের রাউন্ডে। গ্রুপের বাধা টপকাতে পারলে ভারতের পদক জয়ের আশা থাকছে বলেই মত হকিমহলের। এই মুহূর্তে ২ ম্যাচে ভারতের ঝুলিতে এল ৪ পয়েন্ট। ৬ পয়েন্টের সুবাদে শীর্ষে বেলজিয়াম-অস্ট্রেলিয়া। ‘পুল বি’কে গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে। টোকিও অলিম্পিক্সের সোনা-রুপো-ব্রোঞ্জজয়ীরা একই গ্রুপে। পরের তিনটে ম্যাচ আরও কঠিন ভারতের কাছে। তবে গ্রুপ শীর্ষে থাকতে গেলে বাকি তিন ম্যাচের মধ্য়ে দুটিতে জিততেই হবে ভারতকে। না হলে শক্তিশালী জার্মানির বিরুদ্ধে খেলতে হবে হরমনপ্রীতদের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)