BSNL-এ দারুণ অফার, বিনামূল্যে এক মাস ৬০ জিবি অতিরিক্ত ডেটা

Estimated read time 1 min read
Listen to this article


 

Mobile Recharge:  বেসরকারি টেলিকম কোম্পানির (Telecom Company) ভিড়ে দারুণ অফার নিয়ে এল BSNL। নতুন বছরে ক্রেতাদের আকর্ষণীয় অফার (Mobile Recharge Offer) দিল কোম্পানি। এখন থেকে ৩৯৫ দিনের প্ল্যানের টাকায় পাবেন ৪২৫ দিনের সুবিধা। কী কী বিনামূল্যে (Free Mobile Recharge) পাবেন জানেন ?

নতুন বছরে কী অফার নিয়ে এসেছে কোম্পানি
 সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তাদের গ্রাহকদের নতুন বছর উপলক্ষে দারুণ উপহার দিচ্ছে। কোম্পানি এর একটি প্ল্যানের মেয়াদ এক মাস বাড়িয়েছে। সবথেকে বড় বিষয় এর জন্য কোনও চার্জ নেওয়া হবে না। এখন BSNL-এর ৩৯৫ দিনের প্ল্যানটি ৪২৫ দিনের পর্যন্ত চলবে। অর্থাৎ একবার রিচার্জ করার পর গ্রাহকদের ১৪ মাস আর রিচার্জ করাতে হবে না।

Mobile Recharge Offer : কত টাকায় পাবেন ১৪ মাসের এই প্ল্যান, সঙ্গে ৬০ জিবি অতিরিক্ত ডেটা
বিএসএনএল জানিয়েছে, গ্রাহকরা ২৩৯৯ টাকায় এই সুবিধাগুলি পাবেন। আগে এই প্ল্যানের বৈধতা ছিল ৩৯৫ দিন এবং প্রতিদিন ২GB ডেটা। এখন নতুন বছর উপলক্ষে এই সুবিধা আরও এক মাস বাড়িয়েছে সংস্থা। যার অর্থ, এখন ২৩৯৯ টাকায় আপনি ৪২৫ দিনের প্ল্যানে মোট ৮৫০ GB ডেটা পাবেন। এই প্ল্যানের বিশেষত্ব হল, এর জন্য গ্রাহকদের কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না।

BSNL: এই সুবিধাও প্ল্যানের অন্তর্ভুক্ত
দীর্ঘ মেয়াদের পাশাপাশি কোম্পানি এই প্ল্যানে আনলিমিটেড ফ্রি কলিংয়ের সুবিধাও দিচ্ছে। অর্থাৎ গ্রাহকরা দেশের যেকোনও নম্বরে আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন। এছাড়া প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএসের সুবিধাও দেওয়া হচ্ছে। গ্রাহকরা ১৪ মাসের জন্য এই সমস্ত সুবিধা পাবেন। দৈনিক যার খরচ পড়বে প্রায় ৫.৫ টাকা।

Mobile Recharge Offer: এই সুবিধাগুলি পেতে গ্রাহকদের এই রিচার্জটি ১৬ জানুয়ারির আগে করতে হবে। কোম্পানি শুধুমাত্র ১৬ জানুয়ারি ২০২৫ পর্যন্ত এই অফারটি দিচ্ছে। দেরি হলে আপনি এই অফারের সুবিধা পাবেন না।

২৭৭ টাকার প্ল্যানে ১২০ GB ডেটা দিচ্ছে কোম্পানি
নতুন বছর উপলক্ষে আরও একটি অফার এনেছে BSNL। এতে ব্যবহারকারীরা ২৭৭ টাকার রিচার্জে ১২০GB ফ্রি ডেটা এবং আনলিমিটেড ফ্রি কলিং পাচ্ছেন। এই অফারটিও ১৬ জানুয়ারি পর্যন্ত বৈধ।

আরও পড়ুন: RBI: এবার ৫০০০ টাকার নোট আনছে রিজার্ভ ব্যাঙ্ক, কী বলল RBI ?

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours