Malda News: ‘আশা করি সঠিক বিচার পাব’, বলছেন মালদায় নিহত তৃণমূল নেতার স্ত্রী। ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, আশ্বাস দিয়েছেন সঠিক বিচার দেওয়ার। আমার দৃঢ় বিশ্বাস মুখ্যমন্ত্রী বিষয়টা দেখবেন’, বললেন চৈতালি সরকার।
আরও খবর,
বছরের শুরুতেই গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা, গ্রেফতার ৩ । তৃণমূল নেতা খুনে মূল চক্রী রোহন নামে একজনের খোঁজে পুলিশ । রোহনের সঙ্গে দুলালের ব্যক্তিগত শত্রুতা, কাজে লাগাল অন্য কেউ? । তৃণমূল কাউন্সিলরের উপর হামলার পর থেকেই উধাও রোহন । বিহারের সুপারি কিলার-সহ ৩জন গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র । ১০দিন ধরে রেকি, দোকানে ঢুকে তৃণমূল জেলা সহ সভাপতিকে খুন । ১০ দিন ধরে মালদায় ঘাঁটি আততায়ীদের, জানতেই পারল না কেউ! । কেন খুন, নেপথ্যে কার সুপারি? ৩জনের গ্রেফতারির পরেও রহস্য । ‘বড়দিন থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে তৃণমূল নেতা দুলালকে খুনের ছক’ ।
+ There are no comments
Add yours