# Tags
#Blog

Kunal Ghosh: ‘গয়নাটা মা পছন্দ করেছেন, দিয়ে যান’, খাস কলকাতায় মন্দিরের নামে ‘তোলাবাজি’!

Kunal Ghosh: ‘গয়নাটা মা পছন্দ করেছেন, দিয়ে যান’, খাস কলকাতায় মন্দিরের নামে ‘তোলাবাজি’!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খাস কলকাতায় মন্দিরের নাম ‘তোলাবাজি’। রাস্তা আটকে রাখার অভিযোগকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা এলাকায়। ২৮ নম্বর ওয়ার্ডে পরিস্থিতি খতিয়ে দেখলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললেন তিনি। সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলরও।

আরও পড়ুন:  New Town: বছর শুরুতেই উদ্ধার ঝুলন্ত দেহ! তীব্র চাঞ্চল্য নিউটাউনে…

ঘটনাটি ঠিক কী? অপরিসর গলি, ঘিঞ্জি এলাকা। তারমধ্যেই কালী মন্দির! সোশ্য়াল মিডিয়ায় দৌলতে সেই মন্দির এখন রীতিমতো জনপ্রিয়। প্রচুর ভক্ত সমাগম হয়। এমনকী, বাদ যাননি সেলিব্রিটিরাও।  

এদিকে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, ছোট একটি রাস্তা উপরে তৈরি হয়েছে মন্দিরটি। এত ভিড় হচ্ছে যে, গাড়ি তো দূর, ওই রাস্তা দিয়ে হাঁটাচলাও করা যাচ্ছে না। শুধু তাই নয়, ওই মন্দিরকে কেন্দ্র করে টাকা তোলার অভিযোগও উঠেছে। আজ, বুধবার সকালে স্থানীয় কাউন্সিলরকে সঙ্গে ওই মন্দিরে যান কুণাল ঘোষ।

কুণাল বলেন,  ‘আমাদের এই অঞ্চলে একটি মন্দির মতো তৈরি হয়েছে। এবার কালী মন্দির তো হতেই পারে, আমরা সবাই কালীভক্ত।নানারকম অভিযোগ আসছে। এই মন্দিরের বৈধ ট্রাস্ট বা কিছু আছে কিনা, এখনও কিছু জানা যায়নি। উল্টে একটা রটনা তৈরি হচ্ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে যে, ভয়ংকর জাগ্রত। ভক্তরা আবেগে চলে আসছেন। তাঁদের কাছ থেকে বিপুল টাকা, এমনকী বলা হচ্ছে, আপনার এই গয়নাটা মা পছন্দ করেছেন, দিয়ে যান’। সঙ্গে বার্তা, ‘মন্দিরের নাম টাকা তোলা যাবে না’।

আরও পড়ুন:  Kalpataru Utsav | Cossipore Udyanbati: ‘চৈতন্য হোক’! এই অমর উচ্চারণের উৎসারিত আলোয় আজও স্নাত হন অগণিত মানুষ! কাশীপুর উদ্যানবাটি যেন স্বর্গ…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal