মিলন মেলায় ৫ কেজির রুপোর মুকুট উপহার কাজল শেখকে ! নিমন্ত্রণ পেয়েও এলেন না অনুব্রত..
ভাস্কর মুখোপাধ্যায়,বীরভূম: কিছু দিন আগেও ছবিটা ছিল ভিন্ন। বছরটা ছিল একুশ সাল। মিলন মেলায় সেবার রুপোর মুকুট উপহার পেয়েছিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ শাসকনেতা অনুব্রত মণ্ডল। যদিও একুশের সঙ্গে পঁচিশের বিস্তর ফারাক। মাঝে জোয়ারে ভেসেছে অনেক কিছুই। তিহাড় ফেরৎ তৃণমূল নেতাকে স্বমহিমায় ফেরাতে কম চেষ্টা করা হয়নি। কখনও ‘বীরভূমের বাঘ’ সম্বোধন, কখনওবা ‘একনায়কতন্ত্রেই’ কায়েম রাখার চেষ্টা। কিন্তু যত কিছুই হোক, মাঝের বছরগুলিতে এক ফসলি জমির তত্ত্ব ওড়ানোর চেষ্টায়, কোন্দল এসেছে প্রকাশ্যেই। আর এবার নতুন বছরে বদলাল ছবি। নানুরের বাঁসাপাড়ার মিলন মেলায় কাজল শেখকে পাঁচ কেজি ওজনের রুপোর মুকুট উপহার দিল থুপসারা অঞ্চল কমিটি।
বুধবার বিকালে নানুরের বাঁসাপাড়াতে মিলন মেলার আনুষ্ঠানিক সূচনা করেন জেলা সভাধিপতি কাজল শেখ। অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর এই মেলার অনুব্রত ঘনিষ্ট কেরিম খানের কাছ থেকে দখল নেয় কাজল শেখ। এর আগে এই মেলায় অনুব্রত মণ্ডলকে এই ধরণের মুকুট উপহার দিয়েছিলেন কেরিম খান। কিন্তু এমন অনুষ্ঠানে কেন দেখা মেলেনি অনুব্রত মণ্ডলের ? সাংবাদিকের প্রশ্নের উত্তরে, কাজল শেখ জানিয়েছেন, নিমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু কাজের জন্য ব্যস্ত থাকায় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ শাসকনেতা অনুব্রত মণ্ডল আজ আসতে পারেননি !
আরও পড়ুন, ‘কম পয়সায় বিদেশি কয়েন..’, প্রস্তাবে রাজি হয়ে সর্বস্বান্ত রাজ্যের বাসিন্দা !
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
বিস্তারিত আসছে..
আরও দেখুন