# Tags
#Blog

নতুন বছরে সাতসকালে লোকাল ট্রেনের পথে ‘বাধা’ এই শাখায় ! পূর্বরেলের কোন বিজ্ঞপ্তিতে বিক্ষোভ TMC-র

নতুন বছরে সাতসকালে লোকাল ট্রেনের পথে ‘বাধা’ এই শাখায় ! পূর্বরেলের কোন বিজ্ঞপ্তিতে বিক্ষোভ TMC-র
Listen to this article


সোমনাথ মিত্র ও অরিত্রিক ভট্টাচার্য, হুগলি : সিঙ্গুর আন্দোলন লোকাল ট্রেনটিকে কোনওমতেই সম্প্রসারণ করা যাবে না, এই দাবিকে সামনে রেখে সম্প্রসারণ হওয়া হাওড়া -তারকেশ্বর লোকাল ট্রেনটিকে তারকেশ্বর অভিমুখে যেতে বাধা। সিঙ্গুর ১  নং প্ল্যাটফর্মে  ট্রেন ঢুকতেই মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে তৃণমূল কর্মী ও সিঙ্গুরবাসীরা। ট্রেনের সামনে দাঁড়িয়ে চলছে বিক্ষোভ কর্মসূচী। ঘটনাস্থলে রেলপুলিশ ও হুগলী জেলা গ্ৰামীন পুলিশ।

নন্দীগ্রাম আর সিঙ্গুর আন্দোলনের হাত ধরে রাজ্যে পরিবর্তন এসেছিল। ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতা দখল করেছিল তৃণমূল। তৃণমূলের ক্ষমতা দখলের ইতিহাসের সঙ্গে সিঙ্গুরের নাম ভীষণভাবে জড়িয়ে। সেই সিঙ্গুর থেকে হাওড়া পর্যন্ত দুটি লোকাল ট্রেনের যাত্রাপথ সম্প্রসারণ করা হয়েছে।রেল বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, পয়লা জানুয়ারি থেকে কার্যকর করা হবে নতুন নিয়ম।এরই প্রতিবাদেই গর্জে উঠেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক ও কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না।প্রতিবাদে সামিল হয়েছেন হরিপালের তৃণমূল বিধায়ক করবী মান্নাও। সিঙ্গুর লোকালের সম্প্রসারণ করা যাবে না বলে দাবি দুই বিধায়কের।

তৃণমূল বিধায়ক ও কৃষি বিপণনমন্ত্রী  বেচারাম মান্না বলেন, ‘সিঙ্গুরের মানুষের কাছে দুর্ভাগ্যজনক। হঠাৎ করে পূর্বরেল বিজ্ঞপ্তি জারি করেছে, যে এই সিঙ্গুর লোকালকে তুলে দেওয়া হবে। আমরা কখনও সিঙ্গুর আন্দোলন লোকালকে রেলের ইতিহাস বা খাতা থেকে মুছে দিতে পারি না। এই ট্রেন অত্যন্ত জনপ্রিয়। সিঙ্গুরের ৫২ টি গ্রামের মানুষ এই ট্রেন যাতায়াত করে। রেলকে অনুরোধ করব এই সিদ্ধান্ত বাতিল করে, সিঙ্গুর আন্দোলন লোকালকে বহাল করার জন্য।’ সিঙ্গুর আন্দোলনের স্মৃতিকে সামনে রেখে ২০০৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ২টি হাওড়া থেকে সিঙ্গুর পর্যন্ত লোকাল ট্রেন চালু করেছিলেন।একটি ট্রেন সকাল সাড়ে ৬টায় সিঙ্গুর স্টেশনে পৌঁছয় এবং সকাল ৮টা ১২ মিনিটে সিঙ্গুর থেকে ছেড়ে যায়।  অপর ট্রেনটি রাত ৮টা ১৫ মিনিটে সিঙ্গুরে ঢোকে এবং ৯টায় সিঙ্গুর থেকে ছেড়ে যায়।

আরও পড়ুন, নতুন বছরে পা দিতেই পেট্রোলের দরে বড় বদল ! আজ জ্বালানি ভরাতে খরচ কত ?

সম্প্রতি রেল একটি বিজ্ঞপ্তি জারি করে হাওড়া থেকে সিঙ্গুর পর্যন্ত লোকাল ট্রেন দুটির যাত্রা পথ সম্প্রসারণ করেছে। সকালের সিঙ্গুর লোকল ট্রেনটিকে তারকেশ্বর পর্যন্ত ও রাতের সিঙ্গুর লোকাল ট্রেনটিকে হরিপাল পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। তাতেই ক্ষুব্ধ মন্ত্রী ও তৃণমূল বিধায়ক বেচারাম মান্না। রেলের সম্প্রসারণের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।বুধবার সকাল ৬টায় সিঙ্গুর স্টেশনে জমায়েত করার সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রী। তাঁর সিদ্ধান্তকে কটাক্ষ করেছে বিজেপি। সিঙ্গুর বিধানসভা বিজেপি কনভেনার মধুসূদন দাস বলেছেন, ‘ট্রেনের সম্প্রসারণ করা হয়েছে। আরও বেশি সংখ্যক মানুষ ট্রেনের সুবিধা পাবেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সিঙ্গুরের কোনও মানুষের কোনও অসুবিধা হবে না।’ বুধবার শুধুই সিঙ্গুর লোকালকে আটকানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী বেচারাম মান্না।অন্য কোনও ট্রেনের যাত্রীদের কোনও অসুবিধা হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal