NOW READING:
Debojyoti Mishra: হিন্দি টেলিসিরিয়ালে দেবজ্যোতি মিশ্রের সুরে গান, কন্ঠে প্রান্তিক-শালিনী…
December 30, 2024

Debojyoti Mishra: হিন্দি টেলিসিরিয়ালে দেবজ্যোতি মিশ্রের সুরে গান, কন্ঠে প্রান্তিক-শালিনী…

Debojyoti Mishra: হিন্দি টেলিসিরিয়ালে দেবজ্যোতি মিশ্রের সুরে গান, কন্ঠে প্রান্তিক-শালিনী…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সময়টা বেশ ভালো কাটছে দুই তরুণ সংগীতশিল্পী শালিনী মুখোপাধ্যায় এবং প্রান্তিক শুরের। কারণ তাঁদের কন্ঠে বেশ কয়েকটি হিন্দি টেলিসিরিয়ালের  টাইটেল সঙ এবং থিম সঙ সারা দেশে শ্রোতাদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে। প্রান্তিক আঠারো বছর বয়সে তাঁর সংগীত যাত্রা শুরু করেছিলেন, যখন শালিনী  একটি জনপ্রিয় ট্যালেন্ট হান্ট শোতে সবার মন জয় করে নেন।

আরও পড়ুন- Sohini Sarkar: ‘রোজের সঙ্গী’! চোখের জল বাঁধ মানছে না সোহিনীর, হঠাত্‍ কী হল অভিনেত্রীর?

প্রখ্যাত সুরকার দেবজ্যোতি মিশ্র তাঁদের সাফল্যে উচ্ছ্বসিত, গর্বের সঙ্গে ভাগ করে নিয়েছেন যে এই দুই প্রতিভাবান শিল্পী তিনটি প্রধান জাতীয় টিভি সিরিয়ালের টাইটেল ট্র্যাকে তাঁদের কণ্ঠ দিয়েছেন। তাঁদের উত্থান ভারতীয় সংগীতের জগতে একটি নতুন অধ্যায়ের চিহ্নিত করে, তাঁদের হৃদয়গ্রাহী পরিবেশনা এবং সীমাহীন প্রাণশক্তি দিয়ে গাওয়া গানে শ্রোতাদের মোহিত করে। দেবজ্যোতি মিশ্র এই কাজ গুলোর অবিশ্বাস্য সাফল্যের কৃতিত্ব জানান তাঁর দীর্ঘদিনের বন্ধু এবং দূরদর্শী পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর অসাধারণ পার্টনারশিপের জন্য। দেবজ্যোতি বলেন, “এগুলো সব সম্ভব হয়েছে শৈবালের কারণে।”

প্রান্তিক শুর বলেছেন, “দেবু দা আমাকে আমার নিজের মতো করে গান গাওয়ার স্বাধীনতা দিয়েছেন, বিশেষ করে দিল কি রাহো পে-তে যেখানে আমি রোমান্টিক পদ্ধতির সাথে রাজস্থানী লোকগানের ছোঁয়া রাখার চেষ্টা করেছি। প্রতিবার আমি আমার শোতে এই গানটি পরিবেশন করি। সারা ভারতে এবং বিদেশে, শ্রোতারা এই গানটির সাথে এখন ভীষণ কানেক্টেড। অন্যদিকে, রাব রাখা শিরোনাম গানটি আমার জন্য একটি চ্যালেঞ্জ ছিল কারণ এটির জন্য ক্লাসিক্যাল উপাদান এবং একটি আধুনিক শৈলীর সাথে মিশ্রিত উপস্থাপনা প্রয়োজন ছিল। আর, তানহা সা দিল মেরা গানটি প্যাথোসে ভরা এবং দেবু দা আমার পরিবেশনায় খুব খুশি হয়েছিলেন।” 

আরও পড়ুন- Asha Bhonsle: ৯১ বছর বয়সেও ‘আশা’ ম্যাজিক অব্যাহত! মঞ্চে ভিকি কৌশলের ‘তওবা তওবা’র হুকস্টেপে মাতলেন কিংবদন্তি…

অন্যদিকে শালিনী বললেন, “এই গানগুলো বানানোর সময়, দেবু দা-র সঙ্গে বসে গান গাইতে গিয়ে, কখনো ভাবিনি গানটা লক্ষাধিক হৃদয় ছুঁয়ে যাবে। এখন যখনই আমি এই গানগুলো গাই তখন যখনই আমি যে কোনো জায়গায় পারফর্ম করতে যাই, তখন মানুষের কণ্ঠ আমাকে সঙ্গ দেয় এবং তারা গানটির প্রতি তাদের ভালোবাসা শেয়ার করেন। এটা সম্ভব করার জন্য সত্যিই কৃতজ্ঞ শৈবাল দা এবং দেবু দার কাছে।”

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link