<p>ABP Ananda Live: আজকে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তাপস মণ্ডলও হাজিরা দেন। ৮ই অক্টোবর তাপস মণ্ডল জামিন পান, আজকে তাপস মণ্ডল একেবারে শর্তসাপেক্ষে হাজিরা দেওয়ার কথা ছিল, চার্জ গঠনের যে প্রক্রিয়া ছিল সেখানে গিয়ে তিনি বলেন আমি অসুস্থ। তাও আদালতের নির্দেশ অমান্য করতে পারি না। সেই কারণেই এসেছি। </p>
<p>মুখ্যমন্ত্রী বললেন, ‘সন্দেশখালির মা-বোনেদের অভিনন্দন। অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছেন, আপনাদের প্রণাম জানাই। আপনারা এই মাটিকে সমৃদ্ধ করেছেন’। মেয়েদের সতর্ক করে দিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। মেয়েরা কেউ ডাকলেই চলে যাবেন না। আপনাদের অধিকার, আপনাদের নিজস্ব অধিকার। আমি জানি, এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে। পরে দেখলেন তো সবটাই ভাঁওতা, মিথ্যে বেশিদিন চলে না। আমি চাই, সন্দেশখালির মেয়েরা, ছেলেরা ১ নম্বর স্থানে আসুক’। তিনি সকলকে আশ্বস্ত করে দিয়ে বললেন, ‘আগামী দিনে আপনাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না, ছুটতে হবে না। লক্ষ্মীর ভাণ্ডার যাঁরা পাচ্ছেন, যাঁরা এখনও পাননি, পাবেন, মনে রাখবেন, শুধু ষাট বছর পর্যন্ত নয়, যত দিন বেঁচে থাকবেন এই ভাতা পেয়ে যাবেন। অর্থাৎ সারা জীবনের জন্য এটা মা-বোনেদের অধিকার, সম্মান’ </p>
Source link
আমি অসুস্থ। তাও আদালতের নির্দেশ অমান্য করতে পারি না। সেই কারণেই এসেছি: তাপস মণ্ডল
