শুভেন্দুর মন্তব্য়ের প্রতিবাদ, দলত্যাগ BJP-র নদিয়া উত্তরের সংখ্যালঘু মোর্চার সভাপতির
BJP News: সংখ্যালঘু মোর্চা নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্য়কে কেন্দ্র করে নদিয়া বিজেপিতে ভাঙন। বিরোধী দলনেতার মন্তব্য়ের প্রতিবাদ করে দলত্যাগ করলেন বিজেপির নদিয়া উত্তরের সংখ্যালঘু মোর্চার সভাপতি রফিকুল শেখ। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে পুরনো দলের বিরুদ্ধে আক্রমণ শানালেন তিনি। রবিবার এগ্রিকালচার অ্য়ান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা ARDB-র পরিচালন সমিতির নির্বাচন ঘিরে মালদার সামসি থেকে গাজোলে উত্তেজনা ছড়াল। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। মিথ্য়ে অভিযোগ করছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। ১৩ বছর ক্ষমতায় থাকার পর সমাজ বিরোধীদের কড়া বার্তা তৃণমূল সাংসদের। ‘তৃণমূলের কোনও সমাজবিরোধীর দরকার নেই’। ‘সমাজবিরোধীদের দিয়ে আমরা ভোট করাতে চাই না’। ‘সমাজবিরোধীরা সামলে যাও, না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’। ABP Ananda Live