NOW READING:
অবশেষে বাঘবন্দি, ঘুমপাড়ানি গুলিতে কাবু পলাতক বাঘিনী
December 29, 2024

অবশেষে বাঘবন্দি, ঘুমপাড়ানি গুলিতে কাবু পলাতক বাঘিনী

অবশেষে বাঘবন্দি, ঘুমপাড়ানি গুলিতে কাবু পলাতক বাঘিনী
Listen to this article


বাঁকুড়া: অবশেষে বন দফতরের (Forest Department) ঘুমপাড়ানি গুলিতে কাবু পলাতক বাঘিনী (Tiger Fear)। বন দফতরের দাবি, বাঘিনীর শারীরিক অবস্থা ঠিক আছে। পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর।                                     

অবশেষে বাগে এল বাঘিনী। সিমলিপাল থেকে পালানো বাঘিনীকে শেষমেশ কাবু করতে পারল বন দফতর। ঝাড়গ্রাম, পুরুলিয়া ঘুরে শেষে বাঁকুড়ার গোঁসাইডিহিতে এসে ধরা পড়ল বাঘিনী। বাঘিনীর গলায় লাগানো রেডিও কলারের সিগনাল অনুযায়ী, বাঘিনীর গতিবিধির ওপর নজর রেখছছিলেন বনকর্মীরা। আজকে ধরা হল। গোঁসাইডির জঙ্গলে ফেন্সিং করা হয় নেট দিয়ে। এদিন সকাল থেকে বন দফতরের এবং বিশেষ টিম আসে। নেট দিয়ে আয়তন ছোট করা হয়। গুলি করা হয়। 

বন দফতর সূত্রে খবর, সিমলিপাল থেকে পালিয়ে এই রাজ্য়ে এসে বেলপাহাড়ির কটাচুয়ার জঙ্গল থেকে সফর শুরু করে সে। এরপর কাঁকড়াঝোড়ের ময়ূরঝর্নার জঙ্গল থেকে পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা, তারপর পার্শ্ববর্তী কুইলাপাল বিটে কেশরার জঙ্গল হয়ে মানবাজারের ডাঙ্গরডির জঙ্গলে দেখা যায় তাঁর অবস্থান। তবে গলায় রেডিও কলারের মাধ্য়মে তার অবস্থান বোঝা গেলেও, বন্য় প্রাণীটিকে বাগে আনতে নাকানিচোবানি খেতে হয় বন দফতরের কর্মীদের। বাঘিনীকে ধরতে বিশেষ ক্ষমতা সমপন্ন স্নিফার ডগ ‘গোল্ডি’ থেকে শুরু করে নামানো হয় আধাসেনা। তৈরি করা হয় বিশেষ টিম। এত আয়োজনের পরও প্রত্য়েকবার ফাঁকা হাতে ফিরতে হয় বন দফতরের কর্মীদের।

এর মধ্য়েই শনিবার বন দফতর সূত্রে জানা যায়, ঝাড়গ্রাম, পুরুলিয়া ঘুরে বাঁকুড়ার রানিবাঁধের গোপালপুর গ্রাম লাগোয়া জঙ্গলে রয়েছে সে। ড্রোনের সাহায্য়ে শুরু হয় নজরদারি। শনিবার বাঘিনীকে লক্ষ্য় করে ২ বার গুলি ছোঁড়া হলেও বাগে আনা যায়নি তাকে। এরপর রবিবার গোঁসাইডিহির জঙ্গলে তার অবস্থান বোঝা যেতেই তৎপরতা বাড়ায় বন দফতর। ড্রোনের সাহায্য়ে অবস্থান বুঝে বাঘিনীকে লক্ষ্য় করে ঘুম পাড়ানি গুলি ছোড়া হয়। তাতেই কাবু হয় বাঘিনী। বন দফতর সূত্রে খবর, এদিন বাঘিনীকে ধরার পর পুলিশি নিরাপত্তায় নিয়ে যাওয়া হয় পুনর্বাসনের জন্য়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Nadia News: অনুপ্রবেশকারী রুখতে তৎপরতা, ফের তিন বাংলাদেশি নাগরিক গ্রেফতার

আরও দেখুন



Source link