NOW READING:
Vinod Kambli’s Health Deteriorates: হাসপাতালে বিনোদ কাম্বলি, অবস্থা সংকটজনক! ডাক্তাররা জানিয়ে দিলেন…
December 23, 2024

Vinod Kambli’s Health Deteriorates: হাসপাতালে বিনোদ কাম্বলি, অবস্থা সংকটজনক! ডাক্তাররা জানিয়ে দিলেন…

Vinod Kambli’s Health Deteriorates: হাসপাতালে বিনোদ কাম্বলি, অবস্থা সংকটজনক! ডাক্তাররা জানিয়ে দিলেন…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি বারবার খবরে আসছেন নয়ের দশকের ভারতীয় ক্রিকেটের স্টার বিনোদ কাম্বলি (Vinod Kambli)। নেটপাড়ায় একাধিক ভিডিয়ো ভাইরাল হচ্ছে, দেখা যাচ্ছে কাম্বলির শরীরে একেবারে ভেঙে গিয়েছে। চারজনের কাঁধে ভর করে হাঁটছেন তিনি। কখনও আবার দাঁড়াতেও পারছেন না। ফের একবার খবরে কাম্বলি। 

৫২ বছরের কাম্বলিকে ভর্তি করা হয়েছে থানের আকৃতি হাসপাতালে। তবে কাম্বলি ঠিক কী কারণে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছেন, তা এখনও জানা যাচ্ছে না! তবে তাঁর একাধিক শারীরিক সমস্যা রয়েছে বলেই জানা গিয়েছে। সংবাদসংস্থা আইএএনএস-এর রিপোর্ট যে, ডাক্তাররা জানিয়েছেন, ‘সংকটজনক হলেও এখন স্থিতিশীল কাম্বলি’। 

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় তুলকালাম, মিডিয়াকেই বয়কট টিম ইন্ডিয়ার! জাদেজার সাংবাদিক বৈঠকেই…

কাম্বলির ছোটবেলার বন্ধু স্বয়ং সচিন তেন্ডুলকর। কাম্বলির অতীতে দু’বার হৃদরোগে আক্রান্তও হয়েছিলেন। ২০১৩ সালে তাঁর আরও দুটি অস্ত্রোপচার হয়েছিল। সচিনই বন্ধুর পাশে দাঁড়াতে চিকিত্‍সার সব খরচ দিয়েছিলেন। 

একসময়ে কাম্বলি ছিলেন বোলারদের ত্রাস, রেয়াত করতেন না কাউকে। প্রাণের বন্ধুকে ‘লিটল মাস্টার’- এর থেকেও তাঁকে অনেকে বেশি প্রতিভাবান বলে মনে করতেন অনেকে। সচিনের সঙ্গেই কাম্বলির স্কুল পর্যায়ের ক্রিকেটে ৬৬৪ রানের রেকর্ড পার্টনারশিপ রয়েছে। তবে দেশের জার্সিতে মাত্র সাত বছর খেলেই কাম্বলি অন্ধকারে তলিয়ে যান। বেহিসেবি ও অনিয়ন্ত্রিত জীবনই তাঁকে ‘ব্যাড বয়’ বানিয়ে ফেলে। 

আরও পড়ুন:  রাতে ১০ পেগ মদ খেয়ে পরদিন সকালে ১০০! নক্ষত্র ভারতীয় ক্রিকেটারের ১৪ বার রিহ্যাব হয়েছে

১৭ টেস্ট ১০৪ ওডিআই খেলা ক্রিকেটার এখন ঠিক করে হাঁটতেই পারেন না। কাঁধে ভর দিয়ে তাঁকে চলতে হয়। কাম্বলির শরীরের অবস্থা একেবারেই ভালো নয়। কিংবদন্তি শেন ওয়ার্নকে এক ওভারে ২২ রান মারা ক্রিকেটারের আজ এই অবস্থা! কার্যত দেউলিয়াই হয়ে গিয়েছেন কাম্বলি। মদের নেশার ছাড়াতে লড়াই করতে হয়েছে তাঁকে। নক্ষত্র ভারতীয় ক্রিকেটারের ১৪ বার রিহ্যাব হয়েছে। বিসিসিআই-এর থেকে মাসিক ৩০ হাজার টাকা পেনশন পান।

 

 

আরও পড়ুন: অজিভূমে বিরাট বিতর্কে কিং; শেষে ডিলিট করাতে হল ছবি-ভিডিয়ো! তবে মহিলার সঙ্গে কী…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link