NOW READING:
ক্যানিংয়ে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি, বাংলাদেশে নদীপথে পালানোর পরিকল্পনা ছিল জাভেদের
December 23, 2024

ক্যানিংয়ে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি, বাংলাদেশে নদীপথে পালানোর পরিকল্পনা ছিল জাভেদের

ক্যানিংয়ে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি, বাংলাদেশে নদীপথে পালানোর পরিকল্পনা ছিল জাভেদের
Listen to this article


ABP Ananda Live: জলপথে ক্যানিং থেকে সুন্দরবন হয়ে বাংলাদেশ বা সন্দেশখালি হয়ে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল জঙ্গির। রাজ্য পুলিশ সতর্ক এবং সেই কারণেই গ্রেফাতারের ঘটনা ঘটে, এমনটাই জানাল পুলিশ কমিশনার। ধামাখালি ঘাট থেকে রায়মঙ্গল নদী ধরে হিঙ্গলগঞ্জের হেমনগরে পৌঁছতে পারলে বাংলাদেশ হাতের মুঠোয়। 

 

‘গোটা পশ্চিমবঙ্গকে মুখ্যমন্ত্রী জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত করেছে। জঙ্গিরা এখান মহাানন্দে থাকছে, আর তৃণমূল কংগ্রেসের গলা মিলিয়ে জয় বাংলা জয় বাংলা করছে’, মন্তব্য সুকান্তর। কাশ্মীরের জঙ্গি ক্যানিংয়ে। রবিবার, দক্ষিণ ২৪ পরগনার ক্য়ানিং থেকে সন্দেহভাজন জঙ্গি জাভেদ আহমেদ মুন্সিকে গ্রেফতার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। বেঙ্গল STF সূত্রের খবর, ধৃতের কাছ থেকে মিলেছে শ্রীনগরের ঠিকানায় আধার কার্ড, ৫০ হাজার টাকা এবং হাতে লেখা বেশ কিছু নোট। সেগুলি ডিকোড করে তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা।  



Source link