অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই আটকে উত্তুরে হাওয়া। ফের মেঘলা আকাশের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে। সামান্য বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা কার্যত নেই বড়দিনে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়, দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ঘন কুয়াশায় দৃশ্যমানতা নামবে ৫০ মিটারে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্ত ভাবে।
মৌসম ভবনের তরফে বলা হয়েছে গভীর নিম্নচাপ খুব ধীরে শক্তি হারাবে এবং অভিমুখ থাকবে পূর্ব ও উত্তর-পূর্ব দিক। সুস্পষ্ট নিম্নচাপ রূপে মঙ্গলবার এটি অন্ধপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলের কাছাকাছি চলে আসবে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। গতকাল একটি পশ্চিমবঙ্গ রাজ্যে ঢুকেছে। শুক্রবার ২৭ ডিসেম্বর উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে আরো একটি ঝঞ্ঝা। ঘূর্ণাবর্ত থাকবে পাঞ্জাব ও রাজস্থান সংলগ্ন এলাকায়।
হাওয়া অফিসের তরফে বলা হয়েছে দক্ষিণবঙ্গে আগামী ৪-৫ দিনে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। হালকা কুয়াশা সকালের দিকে বেলা বাড়লে পরিষ্কার আকাশ। পশ্চিমের কয়েকটি জেলায় মাঝারি কুয়াশার সম্ভাবনা। কুয়াশার সম্ভাবনা বেশি পূর্ব-পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তারপর একই রকম থাকবে তাপমাত্রা আগামী সপ্তাহে। মঙ্গলবার মেঘলা আকাশ হতে পারে বেশ কিছু জেলায় দিনের তাপমাত্রা কমবে। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি হয়েছে। আজকেও ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে তিন জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার জেলাতে। কুয়াশা থাকবে বাকি জেলাগুলিতেও। দৃশ্যমানতা বেশীরভাগ জায়গায় ২০০ মিটারের নিচে নামবে। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে।
এদিকে কলকাতায় সকালে হালকা কুয়াশা ধোঁয়াশা পরে আংশিক মেঘলা আকাশ। আগামীকাল মেঘলা আকাশের সম্ভাবনা। কমবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। সামান্য হলেও বাড়বে রাতের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী চার দিন তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তন নেই। শীতের আমেজ থাকলেও বড়দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই কলকাতায়। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি । গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬০ থেকে ৯৫ শতাংশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও দেখুন